অমৃতবাজার এক্সক্লুসিভ, ইন্দ্রজিৎ আইচ - প্রতি বছরের মতো গোবরডাঙ্গা নাবিক নাট্যম তিনদিনের নাটকের কর্মশালা সম্পন্ন করলো। সংগীত নাটক একাডেমির আর্থিক সহায়তায় নাবিক নাট্যমের নিজস্ব মহালা কক্ষে ১৮ জন কুশীলব নিয়ে এই কর্মশালা সম্পন্ন হলো। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ধীরাজ হাওলাদার, রবিন দত্ত, প্রীতি দাম, জয়ন্ত সাহা এবং জীবন অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জী, সভাপতি শ্রাবণী সাহা সহ উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা সাধুখা, রাখি বিশ্বাস, সুব্রত কর্মকার, অশোক বিশ্বাস, সুপর্ণা সাধুখা এবং গোবরডাঙ্গা নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা। নাট্যশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে ছোটদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাচিক আঙ্গিক, সাত্ত্বিক এবং আহার্য প্রধানত এই বিষয়গুলোর উপরে এই কর্মশালায় জোর দেয়া হয়।
প্রথম দিন অতিথি রুপে উপস্থিত ছিলেন হাবরা নান্দনিকের বিশিষ্ট অভিনেতা তিমির বিশ্বাস, তিনি এই কর্মশালার শুভ সূচনা করেন। ছেলেমেয়েদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পরার মতো। নির্দেশক জীবন অধিকারী বলেন এই সময়ে ছেলেমেয়েদের মধ্যে সুস্থ সংস্কৃতির প্রসার ঘটানো একটা গুরুত্বপূর্ণ কাজ। যে কাজটি গোবরডাঙ্গা নাবিক নাট্যম ১৯৭৭ সাল থেকে নিয়মিত করে চলেছে। কর্মশালা শেষে সকল কুশীলবকে প্রশংসাপত্র প্রদান করা হয়।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২