নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - স্টিল প্ল্যান্টের জমি থেকে উচ্ছেদ অবৈধ উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর। প্রতিবাদে পাল্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। রীতিমতো গাছের গুঁড়ি ফেলে রাস্তায় অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে তারমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে জোড়ালো স্থানীয়রা।
সূত্রের খবর , বৃহস্পতিবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটি জমিতে পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। সেই সময় তামলা ও ফরিদপুর এলাকার কয়েক হাজার বাসিন্দা জড়ো হয়ে পুনর্বাসনের দাবি জানায়। ডিএসপির জমিতে বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা পাঁচিল দিয়ে ঘেরার কাজ বন্ধ করে দেন।
এরপরই সিআইএসএফের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ লাঠিচার্জ করে বলেই অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই ঘটনার পর তামলা ও ফরিদপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
এই ঘটনার প্রতিবাদে গান্ধী মোড় থেকে মায়া বাজার যাওয়ার রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করছে ক্ষুব্ধ এলাকাবাসী। হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তা বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাছের গুঁড়ি, বাঁশ ও লাঠি দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। রাস্তার বেরিয়ে হয়রানির মুখোমুখি হন নিত্যযাত্রী ও গাড়ি চালকরা।খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারী মহিলা লক্ষ্মী ঠিকাদার বলেন, ‘আমাদের দরখাস্ত লিখে অফিসে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দরখাস্ত জমা দিয়েছিল। তারপরই ভিত পুজো করতে এখানে চলে এসেছে। আমরা ভিত পুজো করতে দিইনি। আমরা বলেছি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। জোর করে ভিত পুজোর চেষ্টা করলে বাধা দেওয়া হয়। তখন আমাদের গায়ে হাত দিয়েছে। সিআইএসএফ আমাদের উপর লাঠিচার্জ করেছে। মহিলাদের ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের পুর্নবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। নইলে এখানে কাজ করতে দেব না। আমাদের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।‘
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের