নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - যেই মা সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে সম্পত্তির জন্য বেধড়ক মারধর করে বৃদ্ধার বড়ো ছেলে। ওই বৃদ্ধার থেকে জমি কেড়ে নেওয়ার জন্য বৃদ্ধার বা হাত ভেঙে দেয় তার ছেলে। এরকমই ঘটনা দেখা গেল উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমা মিনাখা থানার অন্তর্গত চৈতালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃদ্ধার এই বড়ো ছেলেকে সমাজের কলঙ্ক হিসেবে দেখছে স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধা পুলিশের কাছে পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আক্রান্ত বৃদ্ধার নাম তীর্থবালা সিং। বৃদ্ধার বড়ো ছেলের নাম সুভাষ সিং। বৃদ্ধার ছেলে পেশায় প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। সাধারণ শিক্ষকের থেকে ছাত্র-ছাত্রীরা সমাজের ভালো জিনিস শেখে। তবে এই শিক্ষক নিজেই নিজের বর্বরতার রূপ তুলে ধরেছে সমাজের সামনে। প্রশ্ন উঠছে এই শিক্ষক আগামী প্রজন্মকে কি শিক্ষা দেবে? অনেকদিন ধরে ওই শিক্ষক তার মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে ওই বৃদ্ধা মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বড়ো ছেলের বিরুদ্ধে। সেই সময় পুলিশ ওই বৃদ্ধাকে আশ্বস্ত করে। এরপর ৪ দিন অতিক্রান্ত হওয়ার পরেও কোনো রকম পদক্ষেপ নেয়নি পুলিশ।
এরমধ্যে আজ সকালে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে তার বড়ো ছেলে। সেই মারধরের জেরে বৃদ্ধার বা হাত ভেঙে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে ওই বৃদ্ধা তার বোনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আক্রান্ত বৃদ্ধার দাবি তার বড়ো ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এপ্রসঙ্গে আক্রান্ত বৃদ্ধা তীর্থবালা সিং জানিয়েছেন, 'আমার ছেলে দিনের পর দিন আমার ওপর অত্যাচার চালাচ্ছে। আমার শেষ সম্বল ছিল ওই জমি। সেই জমি কেড়ে নিতে অকথ্য গালিগালাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমি সেই জমি দিতে চাইনি বলেই আমাকে মারধর করে। এমনকি পুলিশের কাছে অভিযোগ করার পরেও কোনো কাজ হয়নি। এরপর আজ আমাকে মেরে হাত ভেঙে দিয়েছে। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি আমার ছেলের কঠিন শাস্তির দাবি করছি'।
এপ্রসঙ্গে আক্রান্ত বৃদ্ধার আশ্রয়দাতা বোন অষ্টমী ভোজ জানিয়েছেন, 'এর আগেও আমার দিদি আরজিকর হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি ছিল। এরপর বাড়ি ফিরে আসার পর গালিগালাজ ও শারীরিক অত্যাচার করে আমার দিদির বড়ো ছেলে। ওই বাড়িতে থাকলে আমার দিদির প্রাণহানির আশঙ্কা আছে। তাই আমি দিদিকে নিয়ে এসেছি আমার কাছে। আমি আমার দিদির বড়ো ছেলের শাস্তির দাবি করছি'।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম