নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের জমি সংক্রান্ত বিবাদের জের,একমাত্র ছেলের হাতে আক্রান্ত হল জন্মদাত্রী মা। ঘটনাটি শান্তিপুর ব্লকের আড়বলদা গ্রামের।এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার নামে থাকা জমি নিয়ে ছেলে উত্তম রাজওয়ার মেয়ে আহ্লাদি রাজোয়ারের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। পরবর্তীতে সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয়। যার ফলে গুরুতর আঘাত পেয়েছেন তার বৃদ্ধা মা। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকালে উত্তম রাজওয়ার তার স্ত্রী চন্দনা রাজওয়ার ও দুই ছেলে শক্তি ও ষষ্ঠী জমিতে ধান লাগানোর উদ্দেশ্যে জল দিতে শুরু করে শ্যালো মেশিনে। এই বিষয়টি শুনে আহ্লাদি রাজুয়ার মায়া ও সুমিত্রা তার দুই মেয়েকে নিয়ে দেখতে গেলে তিনজনকেই , বেধড়ক মারধর শুরু করে সাবল লোহার রোড দিয়ে। যার ফলে ঘটনাস্থলে লুটিয়ে পরেন রক্তাক্ত অবস্থায়, দুই মেয়েকেও মাথায় আঘাত করে তাদের মামার স্ত্রী মামি ও ছেলেরা।
প্রচন্ড আর্তনাদে ছুটে আসে পাশে জমিতে কাজ করা কৃষকরা, তারা উদ্ধার করে শান্তি পুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, সেখানে আহ্লাদি দেবীর মাথায় চারটি সেলাই করতে হয়েছে ও সিটি স্ক্যান করার পরামর্শ দেন চিকিৎসক। সকলে মিলে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ।শান্তিপুর থানা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জানান, আপাতত আহ্লাদির হেফাজতেই থাকবে জমি।
এই বিষয়ে মেয়ে আহ্লাদির দাবি , মায়ের মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে , তার দাদার ছেলে ষষ্ঠী ও শক্তি জোর করে জমি লিখিয়ে নেয়। পরবর্তী সময়ে মা আইনের দ্বারস্থ হয়, যা বর্তমানে আইনের বিচারাধীন। এছাড়াও মায়ের তত্ত্বাবধানে চাষ করা মুশুরি মামা ও তার দুই ছেলে ফসল কেটে নষ্ট করে দেয়।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর