নিজস্ব প্রতিনিধি , মালদহ - সালিশি সভায় ডেকে পাঠিয়ে দুই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকের সুজাপুরে। পিস্তলের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে , আহতরা হলেন ওবাইদুল্লা মন্ডল ও তার ভাই আকবর আলি। সুজাপুর হাসপাতালের কাছে নির্মান সামগ্রীর ব্যবসা করেন দুই ভাই। অভিযোগ, শনিবার রাতে জায়গা নিয়ে বিবাদের বিষয়ে একটি সালিশি সভায় তাদের ডেকে পাঠায় মেরাজুল মন্ডল ও তার দলবল। সেখানে গেলে দুই ভাইয়ের ওপর মেরাজুল ও তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পিস্তলের বাট দিয়ে দুই ভাইয়ের মাথায় আঘাত করা হয়। এমনকি তাদের কাছে থাকা এক লক্ষ আশি হাজার টাকা মেরাজুল ও তার দলবল লুঠ করে নেয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দুজনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আহত ব্যক্তি ওবাইদুল্লা মন্ডল বলেন,'সকালে আমরা একটা পি ডাবলু ডি জায়গার উপরে একটি দেওয়াল করছিলাম। তখন মেরাজুল দলবল নিয়ে আমার কাছে আসল বাধা দিতে। তারপর ওরা চলে যায়। দুপুর বেলায় আমাদের কাছে ফোন আসে একটি সালিশি সভা হবে। সেখানে এই বিষয়টি নিয়ে সমাধান করা হবে। তারপরে ওখানে যাবার সঙ্গে সঙ্গেই মেরাজুল ও তার দলবল আমাদের বেধড়ক মারধর করল। সেই সময় আমার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা লুঠ করে নেয় ওরা।আমরা এর বিচার চাইছে। এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি। যদি এব্যাপারে পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা না নেয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাবো’।
মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জওয়ানকে গুলি করে খুন
'উনি যে অর্পিতার বাড়িতে যেতেন, সেটা টালিগঞ্জের লোক বলছে', সৌগতকে পাল্টা তোপ দিলীপের
বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়া ধামে সাংসদ নুসরত জাহান
পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ হলেন বিধায়িকা
মিনি ট্রাকে করে নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল
'নতুন জীবন শুরু হচ্ছে' - সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাহালের
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
শাহনওয়াজ হোসেনের পিটিশন খারিজ করলো দিল্লি হাইকোর্ট
শহীদ ২২ জওয়ানের পরিবারদের ৭ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
সাক্ষাতের পর মমতার উচ্চ প্রশংসা স্বামীর
বৃহষ্পতিবার দুই দলের তরফেই এই ব্যাপারে নিশ্চিত করা হয়
মুম্বাই সিটি এফসি - ৪
ভারতীয় নৌবাহিনী - ১
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয় , আত্মসমর্পণ করে বার্তা কেএলও জঙ্গির
১৫ নয় , ১৮ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল নদীয়া জেলা , স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের দারস্থ নেতাজি ব্রিগেড