নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - লোকালয়ে ঢুকে পরল বাঘ!জঙ্গল পেরিয়ে এমনকি জাল টপকে লোকালয়ে ঢুকে পরল বাঘ। ঘটনাটি হিঙ্গলগঞ্জের পারঘুমটি গ্রামে।পারঘুমটি গ্রাম সামশেরনগরের পাশেই অর্থাৎ যে সামশেরনগরে গত সপ্তাহে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে বাঘ ঢুকতেই সমগ্র গ্রামবাসীদের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বাংলার ঐতিহ্য বেঙ্গল টাইগার জঙ্গল থেকে কুঁড়েখালি নদী পেরিয়ে গত সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পরে ।কালীতলা পঞ্চায়েতের পারঘুমটি গ্রামের ঠিক উল্টো দিকেই সুন্দরবনের ঝিঙাখালি জঙ্গল। তাদের মধ্যবর্তী স্থানে রয়েছে কুঁড়েখালি নদী। সেই নদী পেরিয়েই বাকি লোকালয়ে ঢুকে পরে, এমনকি লোকালয়ে ঢুকতেই বাঘটি একটি ছাগল ধরে খেয়ে ফেলে। ছাগলের চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা সেই দৃশ্য দেখতে পান। এরপর সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে বাজি-পটকা ফাটিয়ে, টিন বাজিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন, গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে ভয় পেয়ে শিকার ফেলে রেখেই কুঁড়েখালি নদী পেরিয়ে বাঘ ফের ঝিঙাখালি জঙ্গলে ফিরে যায়।
যদিও জঙ্গলে ফিরলেও বাঘটিকে ফের রাতে জঙ্গলের ধারে জালের পাশে ঘোরাফেরা করতে দেখতে পান গ্রামবাসীরা।যাতে এই বাঘটি ফের লোকালয়ে না ঢুকে পরে, তাই স্থানীয়রা বন দফতরের সহযোগিতায় এলাকায় নজরদারি প্রদান করছেন।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত