নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ইটবৃষ্টি হামলা কান্ডে এখন রাজ্য জুড়ে চাপানউতোর তুঙ্গে। অভিষেকের ডেডলাইন ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ইতিমধ্যে চারজন কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ , সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল কুড়মি নেতা তথা শিক্ষক রাজেশ মাহাতোকেও। এবারে তাকে শুধু গ্রেফতার করা পর্যন্তই থেমে থাকল না প্রশাসন বরং তার কর্মক্ষেত্রের পরিবর্তন করে দিল প্রশাসন। এখন সেই জঙ্গলমহল থেকে একেবারে উত্তরবঙ্গে স্থানান্তর করে দেওয়া হলো রাজেশকে।
সূত্রের খবর , রাজেশ মাহাতোকেই শুক্রবার সকালেই বদলি করে দেওয়া হয়েছিল উত্তরবঙ্গে। খড়্গপুরের বানাপুরের একটা হাইস্কুলে ইংরেজি পড়ান রাজেশ। সেই রাজেশকেই বদলি করা হল কোচবিহারের চামটা আদর্শ হাই স্কুলে।
সেই নির্দেশে উল্লেখ করা হয়েছিল আগামী ৫দিনের মধ্যে তাকে পুরানো স্কুল ছাড়তে হবে। তারপর তিনদিনের মধ্যে তাকে নতুন স্কুলে যোগ দিতে হবে। এমন নির্দেশ দেখে হতবাক অনেকেই। তবে কেন এই বদলি করা হয়েছিল তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রশাসনিক গ্রাউন্ডে এটা করা হল নির্দেশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত , গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কারা হামলা চালিয়েছে তা নিয়ে এখনও ধরপাকড়ও শুরু হয়েছে পুরোদমে। এদিকে ঘটনার পরেই যে কুড়মি নেতার নাম সামনে এনেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি আর কেউ নন রাজেশ মাহাতো। বীরবাহা জানিয়েছিলেন গাছের আড়ালে ছিলেন রাজেশ মাহাতো। আমি প্রশ্ন করেছিলাম কেন এভাবে ইঁট ছোঁড়া হল? তিনি বলেছিলেন আমি কী করে জানব?তাই হয়তো শুক্রবার সকালেই কুড়মি নেতা তথা শিক্ষক রাজেশ মাহাতোকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের