নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - আর হাতে গোনা আট দিন। ইতিমধ্যেই জোরকদমে বিভিন্ন দলীয় নেতৃত্বরা প্রচারে নেমে পরেছেন। একই ভাবে পঞ্চায়েতের ময়দানে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পথ মিছিল থেকে শুরু করে পথসভা সমস্ত কিছুই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে। বৃহস্পতিবার ঝাড়গ্রামের খড়িকাচকে নির্বাচনী পথসভা থেকে শুভেন্দু ঝাড়গ্রামের অতীত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিলেন। পাশাপাশি ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার দিয়ে রাখলেন, জঙ্গলমহলে পুলিশিরাজ বরদাস্ত করবে না আমজনতা।
সূত্রের খবর , আজ ঝাড়গ্রামে পঞ্চায়েতের প্রচার গিয়েছিলেন শুভেন্দু। পঞ্চায়েতের প্রচারে নেমে ঝাড়গ্রামের খড়িকাচকে এক মিছিল করেন শুভেন্দু। সঙ্গে হাঁটেন এলাকার সব বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। পদ্ম প্রতীক, গেরুয়া পতাকা, গেরুয়া বেলুনে ঢেকে গিয়েছিল খড়িয়াচকের রাস্তা। আর সেই সময়েই মিছিল চলাকালীন রাস্তার ধারে একটি বাড়ি থেকে শুভেন্দুদের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেওয়া হয়। তৃণমূলের কিছু কর্মী-সমর্থকরা সেই স্লোগান দিচ্ছিলেন বলে দাবি পদ্ম শিবিরের। আর এই নিয়েই সভা শেষে ঘাসফুল শিবিরের উদ্দেশ্যে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বললেন, ‘ এই এলাকায় সিপিএমের একটা তিনতলা পার্টি অফিস আছে। তার সঙ্গে কম্পিটিশন করে এখানে চোর তৃণমূলও তিন তলা পার্টি অফিস করেছে। ছাদ থেকে পতাকা নাড়াচ্ছে আর নিচে নয়াগ্রামের আইসি দাঁড়িয়ে রয়েছে। পুলিশের প্রশয়ে এই কাজ হচ্ছে।'
নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুকে নিশানা করে শুভেন্দু বলেন, 'কোথায় ছিলেন দুলাল মুর্মু । মাস্টারি করতেন , লুকিয়ে ছিলেন আজকে আমাকে পতাকা দেখাচ্ছেন। আরে আমি শুভেন্দু অধিকারী কিষেনজিকে সোজা করা লোক। তুইতো ছানা । আমি বেলপাহাড়ির অনিল মাহাতোকে সোজা করা লোক। আমার সঙ্গে এই সব করে কোনও লাভ হবে না।'
বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোকে চাপ দেওয়া হয়েছিল মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য। শুভেন্দু পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বলেন, "সাঁকরাইল ব্লকে ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ কেশপুর থেকে জ্বালিয়ে এসেছেন। বহু থানাতে এর কুকীর্তি আছে, বালি তোলাতে ওস্তাদ। এই অফিসার এখানে অনেক জায়গায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করতে দেয়নি"।
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার