নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - গত ১২ই ফেব্রুয়ারি ৪ জায়গায় পুরভোট শেষ হয়েছে। গত ১৪ তারিখ তারমধ্যে শুধু শিলিগুড়ির মেয়রপদে কে বসবেন , তার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর গতকাল কালীঘাটের দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন অন্য তিনটি পুরসভার মেয়র নাম।
সেখানেই আসানসোলের মেয়র হিসেবে ঘোষণা করেন বিধান উপাধ্যায়ের নাম। পাশাপাশি ডেপুটি মেয়র হয়েছে অভিজিৎ ঘটক। এছাড়া চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করেন অমরনাথ চ্যাটার্জির নাম। তারপরই চোখে পরলো তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস।
ফল প্রকাশের পর থেকেই আসানসোলবাসীরা তীব্র উৎকণ্ঠায় ছিলেন মেয়রের নাম শোনার জন্য। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে আসানসোলের মেয়র হিসেবে বিমান উপাধ্যায়ের নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের দলনেত্রীর কালীঘাটে ডাকা বৈঠকে আসানসোলের মেয়র ও উপ-মেয়র সহ চেয়ারপার্সনের নাম ঘোষিত হয়। বিধান উপাধ্যায় আসানসোলের মেয়র হওয়াতে খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা।
এমনকি এদিনেই বিধান উপাধ্যায়ের জন্মদিন। যার কারণে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়ে গেছে। পাশাপাশি আসানসোলে উন্নয়নে বন্যা বয়ে যাবে বলে আশাবাদী সকলেই।
আসানসোলের মেয়র পদ ঘোষণা পরই তৃনমূল কর্মী সমর্থকরা আনন্দে মেতে ওঠে। এমনকি জেলাজুড়ে চলে আবির খেলা ও বাজি ফাটানো সহ মিষ্টিমুখ। পাশাপাশি নবনির্বাচিত মেয়র ও দলীয় নেত্রীর সমর্থনে চলল স্লোগান। তৃণমূল কংগ্রেসের খেলা হবে গানে চলল কর্মী-সমর্থকদের দেদার নাচ।
এপ্রসঙ্গে নবনির্বাচিত মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, ' আমি আশা করিনি তারপরেও আজ সুন্দর উপহার পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার প্রথম কাজ হবে নির্বাচনী ইস্তেহারে প্রকাশিত হওয়া প্রতিশ্রুতি পূরণ করা। আগামী দিনে চেষ্টা করব আসানসোল শহরকে আরও বেশি সুন্দর করে তুলতে। আমার প্রতি যেই আস্থা রেখেছে মুখ্যমন্ত্রী সেই আস্থা আমি অবশ্যই পূরণ করব'।
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
বিদেশ থেকেও দলে দলে হাজির পর্যটকরা
ঊর্ধ্বমুখী সোনার দাম
প্রয়োজনীয় নথি সহ ব্যাগ ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন
খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা আরাধনার প্রস্তুতি শুরু
দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি , মমতার মন্তব্য ঘিরে বিজেপি শিবিরে তীব্র উচ্ছাস
বিশৃঙ্খলার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রথ যাত্রা