নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বুধবার মেদনীপুর শহরে গেলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অভিনেত্রী জুন মালিয়াকে ঘিরে অনুগামীদের উচ্ছ্বাস ছিল দেখার মত। দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের সাথে পদযাত্রা করে শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করেন অভিনেত্রী। মিছিল করার ফাঁকেই বক্সীবাজারের এক চা বিক্রেতার সঙ্গে হাতে হাত লাগিয়ে চা বিক্রি করেও স্থানীয় মানুষদের অবাক করে দেন জুন মালিয়া।