নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ – পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দিনই মুর্শিদাবাদের খড়গ্রামে প্রথম নির্বাচনের বলি হন এক কংগ্রেস সমর্থক। ভোটপর্বেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। এবার বোর্ড গঠনকে কেন্দ্র করেও উত্তপ্ত মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকা। পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন বলি হলেন পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীর ছেলে।
সূত্রের খবর , সাদল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রহিগ্রামে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন শানোয়ারা বেওয়া। কিন্তু ভোটে জিতেই দল বদলে ফেলেন তিনি। রবিবার তৃণমূলে যোগ দেন শানোয়ারা বেগম। বুধবার পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের পর শানোয়ারা গ্রামে ফিরে বিজয়োল্লাসে মেতে ওঠেন।
এদিকে সেই সময় তার ছেলে হুমায়ুন কবীর দুপুর তিনটে নাগাদ গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই তার উপর বেশ কয়েকজন লোক চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটেই মৃত্যু হয় হুমায়ুনের।এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
মৃতের বৌদি রুবিনা বিবি বলেন, “কংগ্রেস থেকে আমার শাশুড়ি জিতেছিল। তারপর তৃণমূলে চলে যায়। এদিন তো পঞ্চায়েতে বোর্ডও গঠন হয়। তৃণমূলের লোকই প্রধান হয়েছে। এদিকে এদিন দুপুরে এলাকার একটা দোকানে গিয়েছিল হুমায়ুন। সেখানেই সিনা, মিনা-সহ ওদের যত আত্মীয় ছিল ওরা সবাই মিলে ধরে আমার দেওরকে মার্ডার করেছে। ওরাই প্রথমে ভোটে দাঁড়িয়েছিল। পাঁচ বছর মানুষের টাকা খেয়েছে। জিততে পারেনি। আমার শাশুড়ি ভোটে দাড়িয়েছিল সেই রাগে হয়ত আমার দেওরকে খুন করে থাকতে পারে। তবে আগে থেকে কোনও শত্রুতা ছিল না।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের