নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার হয় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র। এই গ্রেফতারির পরেই তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এরপর কার পালা। সেই জল্পনার আগুনে গতকাল শুভেন্দুর এবার ঘি ঢাললেন দিলীপ ঘোষ।
এদিন এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,'কাকু হল। জ্যেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। আমরা জানি কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে। তিনি আরও বলেন, কাকুর সেই কোম্পানির নাম অনেক আগেই এসেছে। নামেই কোম্পানি। টাকার লেনদেন হত। সেখানে যারা কর্মী, তারাই হ্যান্ডলার। সেই প্রমাণ গুলো একে একে সামনে আসছে। অনেক দিন ধরে খেলিয়ে এবার মাছ তুলছে সিবিআই।
এদিকে চাকরি নিয়োগের বিষয়ে মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি একটি স্টাইল। প্রত্যেকবার কোন আন্দোলনকে ভোঁতা করতে তিনি যেকোনো বৈঠকে বসেন। এরপর কিছু কথা বলে সেই আন্দোলনকে দমিয়ে দেয়। এর আগেও একাধিকবার এই কাজ করেছে , এবারও এই কাজই করল।
তিনি আরই বলেন, ‘পার্থ মন্ত্রী ছিলেন। নিজের মতো একটা চ্যানেল তৈরি করেছিলেন। সেখানে কিছু লোক ছিল। কিন্তু এখন যারা ধরা পরছে, তারা হচ্ছে ডাইরেক্ট পার্টির লোক। পার্থর সঙ্গে দলের তেমন সম্পর্ক ছিল না। লেনদেন হলে সেটা আলাদা ব্যাপার। বাকি যারা ধরা পরেছে, তারাই আসল কিংপিন। এরা হ্যান্ডলার। এরাই লোক টেনে আনত। এরাই টাকা তুলত, টাকা বিনিয়োগ করত ,টাকা পৌঁছে দিত, তথ্য খোঁজা হচ্ছিল,সেই তথ্য সিবিআই–ইডির হাতে এসেছে। আমার মনে হয় এবার রাস্তা পুরোপুরি খুলে যাবে।’
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে