নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - বৈশাখ মাস পরতে না পরতেই কালবৈশাখীর তান্ডব। রবিবার সন্ধ্যায় কালবৈশাখীর জেরে লন্ডভন্ড হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা। বছরের শুরুতেই এই কাল বৈশাখীর তান্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।
গতকাল সন্ধ্যায় কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি, সুক্টাবাড়ি সহ বেশ কিছু এলাকার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়।কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। কোথাও ভারী, কোথাও মাঝারি। কোচবিহার, ফালাকাটা, ইটাহার-সহ বেশ কিছু জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে এলোমেলো হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ওই ঝড়ে মৃত্যু হয় দেবদাস পাল(বাবু), জাহাঙ্গীর আলমের।
কোচবিহার ১ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গির আলমের উপর উড়ে একটি টিনের ছাউনি পরে যায়। সেই ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে বাজ পড়ে মৃত্যু হয় ঘুঘুমারি এলাকার বাসিন্দা দেবদাস পালের। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতেই প্রশাসনের পক্ষ থেকে ঝড় বিধস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্ধার এবং ত্রান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকার দুরাবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোচবিহারের তৃণমূল নেতা তথা চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ। তিনি বেশ কিছু এলাকা পরিদর্শন করে ত্রান ব্যবস্থ্যার তদারকি করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভয়াবহ ঝড়ে কোচবিহার জেলায় তিন শতাধিক বাড়ি সম্পুর্ন ভাবে বিধস্ত হয়েছে। বহু বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে।
তবে অল্পের জন্য প্রাণে বাঁচলো বানারহাট ব্লকের সাকোয়াঝোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাকোয়াঝোরা এলাকার সঞ্জয় রায়ের পরিবার। দমকা হাওয়া শুরু হওয়ায় ঘরের ভেতর আশ্রয় নেয় সঞ্জয় রায়ের পরিবার। সেই সময় আচমকাই ঘরের ভেতর ভেঙে পরে দুটো গাছ। ভেঙে যায় ঘরের চাল। আরেকটি গাছ ভেঙে পরে গোয়াল ঘরে।
গাছের নিচে চাপা পরে বাড়ির গবাদি পশু।কোনো ক্রমে গবাদি পশু গুলোকে সেখান থেকে বার করে নিয়ে আসা হয়। সারারাত ভাঙা ঘরে আতঙ্কের মধ্যে রাত কাটায় গোটা পরিবার। সকালে এলাকা পরিদর্শনে আসেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী। তিনি সমস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান জানিয়েছেন, ‘ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাঙ্গির আলম নামে এক যুবকের ঝড়ে উড়ে আসা টিন চাপা পড়ে মৃত্যু হয়েছে। দেবদাস পাল নামের আরেকজন বাজ পরে মারা গিয়েছেন’। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। এরই মধ্যে ঝড়ের কারণে অবরুদ্ধ হয়ে পরেছে ভারত থেকে ভুটান গামী সড়ক। রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে সারি সারি গরুর গাড়ি।
এদিকে গতকাল কাল বৈশাখীর ঝড়ে আহতদের দেখতে সোমবার কোচবিহার এম.জে.এন. মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পৌঁছান জেলা শাসক পবন কাদিয়ান। পাশাপাশি আহতদের হাতে ত্রাণ তুলে দেন জেলাশাসক পবন কাদিয়ান।
তবে রবিবার বিকেল থেকে চলা ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন।জলপাইগুড়ির বানারহাট ও নাগরাকাটা ব্লকে ঝড় এবং শিলাবৃষ্টির জেরে, বানারহাটে ইন্দো ভুটান সড়কের ওপর গাছ পরে ব্যাহত যান চলাচল। পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে সেই গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।
অন্যদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ও চাষের ক্ষেত। সেই সঙ্গে ধূপগুড়ি ব্লকের সোনাখালি জঙ্গলে প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই পরিস্থিতি নাগরাকাটা ব্লকেও। সেখানেও ঝড় ও শিলাবৃষ্টির জেরে টিনের চাল ফুটো হয়ে গেছে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার ওপর দিয়ে বইছে বৃষ্টির জল।
এক দ্বীপ থেকে অন্য দ্বীপে জলপথে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা
আপাতত সব ছেড়ে দীর্ঘ এক মাস ছুটিতে মীর
মোদির মতো পাবলিসিটি স্ট্যান্ড , আহত পথচারীকে সাহায্য করে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখোমুখি রাহুল গান্ধী
ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস
মোদি-শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে
হোটেল থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
গ্রামবাসীদের সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
তনুজা চক্রবর্তীকে পদ থেকে না সরালে আইনি পদক্ষেপ , হুঁশিয়ারি অদিতির
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
টম ক্রুজের মতো 'টাইগার থ্রি' ও ‘পাঠান’ ছবি দিয়েই কি ফের কামব্যাক সলমন-শাহরুখের , জল্পনা তুঙ্গে
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন