অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - দেশের নানা জায়গা থেকে মায়ের মন্দির দেখতে ও পুজো দিতে বহুলোক সারা বছর ধরে আসেন এই কালীঘাটে। কলকাতার কালীঘাট মন্দিরে হাজার হাজার মানুষের মনস্কামনা পূর্ন হয়।তাই আপনারা চাইলে কাজের ফাঁকে মায়ের দর্শন করে আসতেই পারেন।
ইতিহাস - মহাদেব যখন দক্ষ কন্যা দেবী সতীর মৃত শরীরকে নিয়ে তান্ডবনৃত্য শুরু করেছিলেন। তখন পৃথিবী ধংসের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খন্ড বিখন্ড করে দিয়ে ছিলেন। এরপর দেহাংশগুলি যেখানে গিয়ে পরে সেগুলি একেকটি শক্তিপীঠে পরিণত হয়। তারমধ্যেই অন্যতম শক্তিপীঠ হলো পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাট মন্দির। শক্তি এখানে কালিকা ও ভৈরব এখানে নকুলেশ্বর নামে পরিচিত।
মন্দির আবিষ্কারের ইতিহাস - প্রায় ২০০ বছরের পুরোনো মন্দির হলো কলকাতার কালীঘাট। কথিত আছে এক ব্রাহ্মণ হুগলি (ভাগীরথী) নদীর তীরে সাধনা করার সময় নদীর থেকে আসা অলৌকিক আলো দেখে আকৃষ্ট হয়েছিলেন। তাঁর কাছে গিয়ে তিনি আঙুলের আকারের পাথর খুঁজে পেয়েছিলেন। সেটি তিনি তুলে নিয়ে আসেন এবং পূজা করা শুরু করেছিলেন। তবে মন্দির মাত্র ২০০ বছরের পুরনো হলেও ১১০০ খ্রীষ্টাব্দে রচিত চন্ডীমঙ্গলে ও মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চন্ডীমঙ্গলে এই স্থানের বর্ণনা আরও আগের বলে মনে করা হয় । এছাড়াও ২০০০ বছর আগে গ্রীক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতেীই স্থানের বর্ণনা পাওয়া গেছে ।
সন্তোষ রায়চৌধুরী একদিন হুগলি নদীতে ভ্রমণকালে সেখানে অলৌকিক আলো দেখে আকৃষ্ট হয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি একইরকম ভাবে আঙুলের আকারের পাথর খুঁজে পেয়েছিলেন। সেটিকে তুলে নিয়ে তিনি একটি ছোট মন্দির স্থাপন করেছিলেন। বর্তমানে এই মন্দির কালীঘাট মন্দির নাম পরিচিত। প্রথমে মন্দিরটি একটি কুঁড়েঘরের মতো ছিল। তারপরে সেটিকে বর্তমান রূপ দেওয়া হয়। মন্দিরটি সন্তোষ রায়চৌধরী বানানো শুরু করেছিলেন ১৭৯৯ সালে তাঁর মৃত্যুর পর তার নাতি রাজীব লোচন রায়চৌধুরী ১৮০৯ সালে মন্দিরের কাজ সম্পন্ন করেছিলেন।
পূজার নিয়মবিধি - লোকমুখে সোনা যায় আগে এই মন্দিরে নিয়মিত মায়ের চরণে বলি দেওয়া হতো। বর্তমানে বিশেষ বিশেষ দিনেই এই বলি দেওয়া হয়। প্রতিবছর একটি নির্ধারিত দিনে দেবীকে স্নান করানো হয় যা স্নানযাত্রা নাম পরিচিত।
বর্তমান মন্দির টিকে ৬ টি ভাগে বিভক্ত করা হয়েছে।ষষ্ঠী তলা, নাট মন্দির, জোড় বাংলা, হারকাঠ তলা ,রাধা কৃষ্ণ মন্দির এবং কুন্ড পুকুর । বর্তমানে যে মূর্তিটিকে পুজো করা হয় সেটি কষ্টি পাথরের তৈরী এবং সোনা ও রূপা দিয়ে কাজ করা। তারপর ২০১৬ সালে প্রায় ৪০ বছর পর দেবীর জিভটিকে পাল্টানো হয়। বর্তমান জিভটি প্রায় ২ কিলো ১৯১ গ্রাম রুপোর ওপর ৫৫৮ গ্রাম সোনা দিয়ে মোড়া হয়েছিল। এরপর দেবীর খড়গটি পাল্টে একটি দু কেজি ওজনের সোনার খড়গ দেবীরহাতে স্থাপন করা হয়েছিল।
শাঁখা পলা পড়ার রেওয়াজ শুরু - লোকমুখে শোনা যায় মন্দিরের সামনেই ছিল স্নানের ঘাট। ঘাটের পাশে চিনু শাঁখারি নামের এক গরীব মানুষ শাঁখা বিক্রি করত। তার কাছ থেকে মেয়েরা স্নান করতে এসে, পুজো দিতে এসে তার কাছ থেকে শাঁখা কিনে নিয়ে যেত। কিন্তু একদিন তার একটিও শাঁখা বিক্রি হল না। কিন্তু একটাও বিক্রি না হলে তো তার গোটা পরিবারকে পুরো উপোষ থাকতে হবে। ছেলেমেয়ের কথা ভেবে সে কেঁদে ফেলল। তখন তার ওপর মা কালীর দয়া হল, তিনি একটি বিবাহিত মেয়ের রূপ ধরে তার কাছ থেকে শাঁখা কিনে পরলেন। তাকে অনেক রত্ন দিলেন আর বর দিলেন অভাব ঘোচার। দেখতে দেখতে মায়ের কৃপার কথা ও এই ঘটনার কথা রটে গেল মুখে মুখে সকল স্থানে। পূজারীও মন্দিরে এসে দেখলেন, মা তাঁর দুই হাতে পরে আছেন নতুন কেনা শাঁখা। সেই থেকে পুজো দিতে গিয়ে মায়ের হাতে যেমন নতুন শাঁখা পরানোর চল হল, তেমনি নতুন লোকবিশ্বাস সৃষ্টি হল, এখানে বিয়ে হলে মায়ের আশীর্বাদে মায়ের মতোই সারাজীবন শাঁখাসিঁদুর অক্ষয় থাকবে।
ভ্রমনের ভালো সময় - প্রতিবছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো, দীপান্বিতা কালীপূজোর দিন প্রচুর লোক মন্দিরে পুজো দিতে আসেন। কলকাতা মহানগরীর একটি অন্যতম দর্শনীয় স্থান হলো এই কালীঘাটের মন্দির।
মন্দির খোলা থাকে - কালীঘাট মন্দির সকাল ৫:০০ AM থেকে ২:০০ PM এবং বিকাল ৫:০০ PM থেকে ১০:৩০ PM পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। ভিড় থেকে বাঁচতে বুধ বা বৃহস্পতিবার মন্দিরটি দেখতে যেতে পারেন।
কিভাবে যাবেন ?
মন্দিরটি দক্ষিণ কলকাতায় অবস্থিত এবং শহরের সমস্ত এলাকায় বাস ও ট্রামের মাধ্যমে কালীঘাট মন্দিরে সহজে প্রবেশ করা যায়। যতীন দাস পার্ক এবং কালীঘাট হল মন্দিরের নিকটতম মেট্রো স্টেশন।তাই এই পথ অবলম্বন করে ঘুড়ে আসতে পারেন কালীঘাটের মন্দির থেকে।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা