কামারহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে

ফেব্রুয়ারি ১৯, ২০২২ দুপুর ০৪:২৪ IST
6210b7f45792d_IMG_20220219_145401

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - পুরভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে কামারহাটিতে। এবার তৃণমূল প্রার্থীর নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল বিরোধী দল বাম-বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে। ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার রাতে কামারহাটির ২৫ নম্বর ওয়ার্ড নিউ কলোনি এলাকায়  তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের  ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ উঠছে। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ অভিযোগ, রাতের অন্ধকারে চক্রান্ত করে বিরোধীরা এই কাজ করেছে।

এবিষয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন,’দুদিন ধরেই ব্যানার গুলোকে ব্লেড দিয়ে কেটে ফেলা হচ্ছে। আমাদের ফ্লেক্স নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে, পোস্টারগুলো খুলে নিজেদের ব্যানার লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সিপিএম ও বিজেপির চক্রান্ত বলে আমার ধারণা। এইভাবে দিদির উন্নয়নকে স্তব্ধ করা যায়নি যাবে না’।

ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী অত্রি রায় এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন,'সিপিএম সমর্থকদের এইরকম সংস্কৃতি নেই যে বিরোধী বা শাসক দলের পোস্টার ছেঁড়ার। এমনকি সিপিএমের পোস্টারের উপর তৃণমূল পোস্টার লাগিয়েছে।  শাসকদল পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে‘।

ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী রিতা মুখোপাধ্যায় বলেন,’ আমাদের কোনও প্রচারে শাসকদল বেড়াতে দিচ্ছেই না। তাহলে আমাদের ফ্লেক্স ছেঁড়ার কোনও কথাই হতে পারে না। সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই কাজ নিজেরাই করেছে'।

ভিডিয়ো

Kitchen accessories online