নিজস্ব প্রতিনিধি, দোহা – আজ রাতে আল থামুমা স্টেডিয়ামে শেষ ষোলোর তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও পোল্যান্ড। গ্রুপ পর্বে দুই দলই দাপুটে পারফরম্যান্স করেছে। গ্রুপ তালিকায় শীর্ষে থেকেই শেষ ষোলোয় উঠেছে দুই দল। ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। আবার অনবদ্য পারফরম্যান্স করেছে রবার্ট লেওয়ানডস্কি। খাতায় কলমে পোল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের স্কোয়াড।
ফ্রান্সের স্কোয়াড –
গোলকিপার - আলফোঁসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা
ডিফেন্ডার - কিংসলে কোম্যান, ওসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরো, আন্তোইনে গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে
মিডফিল্ডার - এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়োন্দোজি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, অরিলিয়েঁ শোয়ামেনি, জর্ডান ভেরেতৌ
স্ট্রাইকার – লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, প্রিসনেল কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, দাওত উপামেকানো, রাফায়েল ভারান
পোল্যান্ডের স্কোয়াড –
গোলকিপার - ওজিনে সিজিসনি, লুকাজ স্কোরুপস্কি, বারলোমি ড্রাগোভস্কি
ডিফেন্ডার - ম্যাটি ক্যাশ, রবার্ট গামনি, রারটোজ বেরেসজিনিস্কি, কামিল গিলিক, ইয়ান বেডনারেক, জ্যাকুব কিউওর, মাতিয়াজ উইটেস্কা, আর্টার জারজিসিক, নিকোলা জালেভস্কি
মিডফিল্ডার - গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, ডামিয়ান সিজমানস্কি, পিওটর জিয়েলিনিস্কি, সেবাস্টিায়ান সিজিমানস্কি, সিজিমন জুরকোভস্কি, জ্যাকুব কামিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, কামিল গ্রসিকি, মিখায়েল স্কোরাস
স্ট্রাইকার – রবার্ট লেওয়ানডস্কি, কারোল সুইডারস্কি, আরকাডিয়াস মিলিক, ক্রিজিজস্টো পিয়াটেক
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।