নিজস্ব প্রতিনিধি, দোহা – আজ সন্ধ্যায় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে ৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। বিশ্বকাপে ১৪ বার অংশ নিল উরুগুয়ে। অন্যদিকে ১১ বার অংশ নিয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আগ্রাসী মেজাজে খেলতে দেখা যায় উরুগুয়ের ফুটবলারদের। একাধিক বার দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারদের নাজেহাল করে দিয়েছিল তারা। কিন্তু গোলের খাতা খুলতে পারেনি উরুগুয়ে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও বেশ কয়েকবার আক্রমণে ওঠে। তবে সমর্থকদের গোলের মুখ দেখাতে পারলেন না দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।