নিজস্ব প্রতিনিধি, দোহা – ইরানের হিজাব বিরোধী প্রতিবাদে সামিল হয়েছে প্রায় গোটা বিশ্বের মানুষ। সোমবার সন্ধ্যায় খালিফা ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইরান ও ইংল্যান্ড। এই ম্যাচেও হিজাব বিরোধী প্রতিবাদ দেখা গেল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা। এমনকি গ্যালারিতে থাকা ইরানি সমর্থকরাও সেই একই পথে হাঁটলেন।
নিজেদের দেশের স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতি পান না ইরানের মহিলারা। তবে কাতারে সেই ইচ্ছাপূরণ করতে পাচ্ছেন তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ইরানের জাতীয় পতাকা গালে এঁকে স্টেডিয়ামে প্রবেশ করলেন ইরানের মহিলারা। পাশাপাশি স্টেডিয়ামে তারা পোস্টারের মাধ্যমে তুলে ধরেন ইরানের হিজাব বিরোধী আন্দোলনের স্লোগান। যেখানে লেখা ছিল, ‘নারী, জীবন, স্বাধীনতা’।
উল্লেখ্য, কিক-অফের আগে রীতি মতো যখন ইরানের জাতীয় সংগীত বাজানো হয়, তখন ইরানের ফুটবলারদের চোয়ালচাপা মুখ ধরা পড়ে ক্যামেরায়। জাতীয় সংগীতে গলা মেলাননি আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামিরা। ইরানের ফুটবলাররা চুপ করে একে অপরের কাঁধ ধরে দাঁড়িয়েছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল।