কাতার বিশ্বকাপ, মেসিকে কটাক্ষ রোনাল্ডোর বোনের

ডিসেম্বর ২১, ২০২২ দুপুর ০৪:১৫ IST
63a2dd5df2ce6_Ronny_cover~2

নিজস্ব প্রতিনিধি, দোহা- বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুটআউটে পরাস্ত করে খেতাব অর্জন করেছে আর্জেন্টিনা। অবশেষে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বোন কেটিয়া অ্যাভেইরো। ২০২২ কাতার বিশ্বকাপ শুরুর আগে থেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ব্রিটিশ সঞ্চালক পিয়ার্স মরগ্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের ধুয়ে দিয়েছিলেন। অবশেষে রেড ডেভিলসদের সঙ্গে রোনাল্ডোর সম্পর্কও ছিন্ন হয়ে যায়।

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের বোন এবারের বিশ্বকাপ নিয়ে যে একেবারেই খুশি নন, সেটা তার কথাবার্তায় স্পষ্ট বুঝতে পারা গিয়েছে। কাতারে আয়োজিত এই টুর্নামেন্টকেও একহাত নিতে ছাড়েননি তিনি। তবে পাশাপাশি তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য আলাদা করে ধন্যবাদও জানিয়েছেন। তবে মেসিকে যে টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে নির্বাচন করা হয়েছে, সেই ব্যাপারে তিনি আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি। বদলে অ্যাভেইরো কিলিয়ান এমবাপের ভরপুর প্রশংসা করেছেন। সেক্ষেত্রে অনেকেই একথা মনে করেছেন যে বার্সেলোনার প্রাক্তন অধিনায়ককে কটাক্ষ করেছেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বোন তার ইনস্টাগ্রামে লিখেছেন, 'এটা সর্বকালের জঘন্যতম বিশ্বকাপ।  তবে আমরা দারুণ একটা ফাইনাল ম্যাচ উপভোগ করলাম। কী অসাধারণ একটা ম্যাচ, অভিনন্দন আর্জেন্টিনাকে। আমি আলাদা করে কিলিয়ান এমবাপের কথা বলতে চাই। এই ছেলেটার মধ্যে যা ট্যালেন্ট রয়েছে, সেটা বাস্তবে কল্পনা করা যায় না। ওর জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। অবিশ্বাস্য।'

পর্তুগালের এই সুপারস্টার ফুটবলার আশা করেছিলেন যে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে পারলেই তার যাবতীয় কলঙ্কমুক্তি ঘটতে পারে। কিন্তু, শেষ দুটো ম্যাচে তিনি দলের প্রথম একাদশেই সুযোগ না পাওয়ার কারণে অস্বস্তি আরও বেড়ে গিয়েছে। এই টুর্নামেন্টে পর্তুগালের হয়ে রোনাল্ডো মাত্র একটাই গোল করতে পেরেছেন। ঘানার বিরুদ্ধে একটি পেনাল্টি শট থেকে এই গোলটি এসেছিল। টুর্নামেন্টের নকআউট পর্বে তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন পর্তুগালের কোচ ফার্নান্ডো স্যান্টোস। 

ভিডিয়ো

Kitchen accessories online