নিজস্ব প্রতিনিধি, দোহা – লিওনেল মেসি। একঝাঁক ট্রফি। সাত বারের ব্যালন ডি’অর জয়ী। নানা রেকর্ড। সবকিছুই রয়েছে তার ঝুলিতে। কিন্তু নেই একমাত্র বিশ্বকাপের ট্রফি। আবার এটাই মেসির শেষ বিশ্বকাপ। একটা ছোটো ভুল শেষ করে দিতে পারে সবকিছু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাইলফলকের ম্যাচ খেলতে নামবেন এলএমটেন। এই ম্যাচ হবে তার কেরিয়ারের হাজারতম ম্যাচ।
সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে পরের দুটো ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে মেসির দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খাতায় কলমে, আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়েছে। অজিদের বিরুদ্ধে ম্যাচ জিতে শেষ আটে জায়গা করতে মরিয়া লিওনেল স্কালোনির ছেলেরা।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি লাইভ আপডেট পাওয়া যাবে অমৃতবাজার ডিজিট্যালের ওয়েবসাইটে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।