কাতার বিশ্বকাপ, শেষ ষোলোয় তারুণ্যে ভরা ইংল্যান্ডের সামনে দাপুটে সেনেগাল

ডিসেম্বর ০৪, ২০২২ রাত ০৯:০৩ IST
638cbdc051a6a_24updatenews-22

নিজস্ব প্রতিনিধি, দোহা – এবারের বিশ্বকাপে একাধিক অঘটন ঘটেছে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার থেকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া জার্মানি। চোটের জন্য সাদিও মানে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। অনেকেই ভেবেছিল হয়তো গ্রুপ পর্ব পেরতে পারবে না সেনেগাল। না, তেমনটা হয়নি। শেষ ষোলোয় হ্যারি কেনের ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

তারুণ্যে ভরা ইংল্যান্ড দলের সামনে দাপুটে সেনেগালের ম্যাচের অপেক্ষায় আছে ক্রীড়াপ্রেমীরা। খাতায় কলমে, সেনেগালের থেকে অনেকটাই শক্তিশালী দল ইংল্যান্ড। যদিও সেনেগালও খুব একটা ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পরতে মরিয়া। এখন শুধু সময়ের অপেক্ষা, আজকের ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয়ের হাসি হাসে।

ইংল্যান্ড বনাম সেনেগালের ম্যাচটি আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি লাইভ আপডেট পাওয়া যাবে অমৃতবাজার ডিজিট্যালের ওয়েবসাইটে।

ভিডিয়ো

Kitchen accessories online