নিজস্ব প্রতিনিধি , হুগলী - কচুরি না পেয়ে ভাঙচুর দোকানে। ঘটনাটি ঘটেছে হুগলী ঘাট স্টেশন এলাকার শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান সুরুচিতে। মিষ্টির দোকানে চড়াও হয়ে মারধোর ও ভাঙচুরের ছবি ধরা পরলো সিসি ক্যামেরায়।তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল দশটা নাগাদ দোকানে কচুরি কিনতে যান এলাকারই এক ব্যবসায়ী।স্থানীয় বারোদুয়ারী পুজো কমিটির শোভাযাত্রা ছিল সেসময়, ১৬০ টা কচুরির অর্ডার দেয় পুজো কমিটি।এর ফলে নিত্য দিনের কচুরির খদ্দেররা এসে দাঁড়িয়ে থাকে। স্থানীয় মুরগি মাংস বিক্রেতা সেখ জাফরের দাদা কচুরি কিনতে গেলে তাকে অপেক্ষা করতে বলা হয়।কচুরি থাকলেও ডাল শেষ হয়ে গেছে বলে জানায় মিষ্টির দোকানের কর্মচারীরা।এই নিয়ে বচসা শুরু হয়।
সেই সময় জাফর গিয়ে মিষ্টির দোকানে চড়াও হয়ে দোকান মালিক তপন দাসকে মারধোর করে এবং দোকানের শোকেস ভেঙে দেয় বলে অভিযোগ। দোকানের শোকেসের কাঁচে লেগে জাফরের হাত কেটে যায়,১৩ টা সেলাই পরে।এরপর পুলিশকে ফোন করে দোকানের মালিক।পুলিশ এলে সিসিটিভি ফুটেজ দেখান তিনি।যদিও স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা যদিও মিষ্টির দোকানের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করে।কারণ মিষ্টির দোকানের কর্মচারীদের ব্যবহার নাকি অত্যন্ত খারাপ।
তবে এদিন মারধর এবং শোকেস ভাঙার অভিযোগ যদিও অস্বীকার করেছে জাফর।তিনি জানিয়েছেন, 'আমি সুরুচিতে কচুরি কিনতে গিয়েছিলাম কিন্তু দোকানের মালিক কচুরি তো দিলই না উল্টে আমাকে এসে মারধর করছিল। তখনই বচসার সময় ধাক্কা ধাক্কিতে আমি শোকেসের উপর পরে যায়।আর তাতেই আমার হাত কেটে যায়।'
মিষ্টির দোকান মালিক তপন দাস জানিয়েছেন,' কালকে হঠাৎ করে ১৬০টি কচুরি অর্ডার আসায় প্রত্যেক দিনের খদ্দের একটু দাঁড়াতে হয়েছে। এমনকি কচুরির ডাল ও ফুরিয়ে গিয়েছিল। তখনই ওই ব্যক্তি এসে আমাদের উপর চড়া হয় এবং আমাদেরকে মারধর করে।'
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়