নিজস্ব প্রতিনিধি, হুগলী – বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে হুগলীর বলাগড়ে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই জনসভায় তৃণমূল নেত্রী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের সমালোচনা করে বলেন, “আমি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেব না বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিচ্ছে। এলাকায় এলাকায় লোক পাঠাছে। গুন্দাগিরি করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে।”
বাংলার মানুষের উদ্দেশ্যে মমতা বলেন, “এই ঘটনা ঘটলে চুপ করে থাকবেন না এফআইআর করবেন।” রাজ্য পুলিশের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, “বাংলার পুলিশ একটু নজর রাখুন। কারো কাছে মাথা নত করবেন না। আপনারা মানুষকে শান্তি দেবেন। মানুষ যাতে শান্তিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করবেন। কেউ যাতে গণ্ডগোল করতে না পারে দেখবেন।"