নিজস্ব প্রতিনিধি, দিল্লি – একদিকে যখন রাজ্যে বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সরকারি কর্মীরা। ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র সরকার। পাশাপাশি এই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডিএ বৃদ্ধি নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে সপ্তম পে কমিশনের প্রস্তাব অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেল। এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, চার শতাংশ ডিএ বৃদ্ধির জন্য কেন্দ্রের তরফে খরচ করা হবে প্রায় ১২ হাজার ৮১৫ কোটি টাকা। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৩৮ শতাংশ। এবার তা ৪ শতাংশ বেড়ে দাঁড়াল ৪২ শতাংশ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।