নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ কেশপুরে। অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ করে, রাস্তায় টায়ার-টিউব জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের কেশপুরের নেড়াদেউল বাজারে।
গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোট হয় কেশপুরে। তাঁর আগের দিন অর্থাৎ বুধবার বাড়ির অদূরে খুন হন তৃণমূল কর্মী উত্তম দোলুই। দলীয় কার্য্যালয় থেকে ফেরার পথে বাড়ি থেকে ৫০ মিটার দূরে খুন করা হয় তাকে। অভিযোগের তীর বিজেপির দিকে।
ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “উত্তম দোলুই তৃণমূলের কর্মী। তাঁর মৃত্যুর জন্য আমরা ব্যাথিত। তদন্ত করে দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন। রাজ্যে মৃত্যুর রাজনীতি শেষ হওয়া প্রয়োজন।"