নিজস্ব প্রতিনিধি, করাচি - গত কয়েকমাস ধরে পাকিস্তানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকারের ছবি ধরা পড়েছে। জ্বালানি থেকে খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া। দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের। বিনামূল্যে খাবার নিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৬ জনের। এমনটাই সূত্র মারফৎ খবর।
সূত্রের খবর, শুক্রবার দক্ষিণ পাকিস্তানের করাচির সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট এলাকার একটি রেশন দোকান থেকে বিনামূল্য রেশন দেওয়া হচ্ছিল। পকেটে টাকা নেই। এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন দেওয়ায় স্বাভাবিকভাবেই রেশন দোকানে ভিড় জমায় বহু মানুষ। রেশন দেওয়া শুরু হতেই হুড়োহুড়ি পড়ে যায়। এর জেরে কয়েকজন মাটিতে পরে যান।
তাদের তোলাতো দূর তাদের উপর দিয়েই চলে যান অনেকে। এর ফলে প্রাণ হারালেন ১৬ জন মানুষ। মৃতদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজফফরগড় এবং ওকারা জেলায় বিনামূল্যে গম আনতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন কমপক্ষে ৬০ জন মানুষ। মৃত্যু হয়েছিল ১১ জনের। পাকিস্তানকে দেউলিয়া ঘোষণা করেছে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা খাজা আসিফ।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক