নিজস্ব প্রতিনিধি, ঢাকা - বেশ কিছু দিন ধরে অসুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এমনকি শারীরিক অসুস্থতার জন্য বিদেশেও নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল। তবে সেই চিকিৎসার আবেদনে সাড়া দেয়নি সরকার। আজ আইন মন্ত্রণালয় থেকে এই তথ্যই জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 'খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিবেচনার সুযোগ নেই। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তার প্রেক্ষিতে সরকার ৪০১ ধারা অনুযায়ী তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। এই আবেদনটি একবার নিষ্পত্তি হয়ে গেছে। এটি নিয়ে দ্বিতীয়বার আর কোনও কথা বলার সুযোগ নেই। যদিও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যে মতামত দিয়েছেন তাই আইনের অবস্থান এবং সেটিই ঠিক'।
তিনি আরও জানান, 'আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই। দেশের সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। নির্বাহী আদেশে বিদেশ গেলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না'। এদিকে, গত ৯ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তাকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়। টানা ৫৩ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।