খালিস্থানি জঙ্গিদের বংশ নির্বংশ করতে ময়দানে এনএইএ , দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১০:১৮ IST
6514463241d3f_Screenshot_2023-09-25-19-41-41-17_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - এবার খালিস্তানি পন্থা দমনে তোড়জোড় ভারত সরকারের।দিনের পর দিন ভারতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এনআইএ একাধিক খালিস্তানি নেতা এবং সমর্থকদের গ্রেফতার করে। এনআইএ খালিস্তান সমর্থক ও গ্যাংস্টারদের ওয়েবকে লক্ষ্য করে ভারত জুড়ে ছয়টি রাজ্যে ৫০ টিরও বেশী স্থানে অভিযান চালিয়েছে। এর মাধ্যমে বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার।

সূত্রের খবর, আজ ভারতের একাধিক রাজ্যে এনআইএ অভিযান চালায়। এরমধ্যে পাঞ্জাবের ৩০ টি স্থান, রাজস্থানের ১৩ টি স্থান, হরিয়ানার ৪ টি স্থান, উত্তরাখন্ডের ২ টি স্থানে এবং দিল্লি ও উত্তর প্রদেশের পৃথক স্থানে অভিযান চালানো হয়। এনআইএ বহুদিন ধরে খালিস্তানি নেটওয়ার্কের ওপর নজর রাখছিল। এরপর অভিযান চালিয়ে বহু খালিস্তানি নেতা এবং সমর্থকদের গ্রেফতার করে। সর্বোচ্চ খালিস্তানি নেতা ও সমর্থক পাঞ্জাবেই পাওয়া যায় বলে জানা গেছে।

প্রসঙ্গত, এবার খালিস্তানিদের জব্দ করতে বড়ো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। খালিস্তানি নেটওয়ার্ক এবং নেতাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত নিতে চলেছে মোদি সরকার। আগামী ৫ এবং ৬ অক্টোবর এবিষয়ে মিটিং হতে চলেছে। মিটিংয়ে যোগ দেবেন এনআইএ, আইবি, এটিএসের বড়ো আধিকারিকরা। খালিস্তানি নেতাদের গোড়া থেকে নির্মূল করতে এই পদক্ষেপ বলে জানা গেছে।

ভিডিয়ো

Kitchen accessories online