নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - আজ ভোট শুরুর পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে একাধিক জায়গায়। এবার খড়গপুরের তালবাগিচা হাইস্কুলে ৮টি বুথেই মোবাইল ফোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে। তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ জানান ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেক ভোটার মোবাইল ফোন নিয়ে ভোট দিচ্ছেন। তারপর কাকে ভোট দিচ্ছে সেই ছবি তুলে বাইরে পাঠানো হচ্ছে।এমনকি পোলিং এজেন্টরাও মোবাইল ফোন নিয়ে নজরদারি চালাচ্ছে।
যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী অসিত পাল বলেন,’এরকম কোনো ব্যাপার হয়নি। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিজেপি প্রার্থীর অভিযোগ নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় ভাবে কাজ করছে। ফোন কাউকে নিতে দিচ্ছে না। এরকম ভুয়ো অভিযোগ তুলে লাভ নেই'।