নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্য জুড়ে বারংবার নিয়োগ -দুর্নীতি , তোলাবাজির অভিযোগ উঠে এসেছে।এবারে টাকা ফেরত না পেয়ে অভিনব কায়দায় প্রতিবাদ করল টাকা প্রাপকরা। খোদ পঞ্চায়েত প্রধানের জমির দখল নিলেন চাকরিপ্রার্থীরা। পুলিশ ফাঁড়ির সামনে রীতিমতো পাঁচিল দিয়ে জমি ঘিরলেন তারা। বুধবার এই ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানা এলাকার চারঘাট বাজারে।
অভিযোগকারি মাজাহার আলি সহ ৭ জনের কাছ থেকে ৫৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন চারঘাট পঞ্চায়েত প্রধান বাসন্তী বিশ্বাসের স্বামী নিখিলরঞ্জনবাবু । মূলত সরকারি স্কুলে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টাকা লেনদেনের ভিডিয়ো। তাই মাজাহার আলির স্ত্রীর চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চান তিনি। টাকা ফেরাতে না পারায় নিজের বাড়ি সংলগ্ন ৬ শতক জমি তাকে লিখে দেন অভিযুক্ত তৃণমূল নেতা।
এরপর থানায় গিয়ে মাজাহার আলির বিরুদ্ধে নিখিলরঞ্জনবাবু অভিযোগ করেন, জোর করে তার কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে জমি।মূলত এতেই ক্ষুব্ধ হয়ে মাজাহার আলি চলতি সপ্তাহে সিবিআইকে চিঠি লিখে নিখিলবাবুর কার্যকলাপ সম্পর্কে জানান। এর পর গত বুধবার লোক জন নিয়ে এসে তাকে লিখে দেওয়া জমিপাঁচিল দিয়ে ঘেরেন তিনি ও অন্য চাকরিপ্রার্থীরা। ওই জমির পাশেই পঞ্চায়েত প্রধানের বাড়ি। রাস্তার উলটো দিকে রয়েছে স্বরূপনগর থানার চারঘাট পুলিশ ফাঁড়ি।
এদিন যদিও পঞ্চায়েত প্রধান বা তার স্বামীর দেখা পাওয়া যায়নি। বাড়িতে ঝুলছিল তালা। এদিন প্রধানের জমি ঘেরা দেখতে চারঘাট বাজারে মানুষের ভিড় জমে যায়। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে জমির দখল নিয়েছেন তারা।ঘটনার পর থেকে পঞ্চায়েত প্রধান বাসন্তী বিশ্বাস বা তার স্বামী নিখিলরঞ্জন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক