নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - শত নিন্দা , শত সমালোচনা, একাধিকবার আইনি মামলা হয়তো এই বিষয়গুলি থেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলিউডের খ্যাতনামা মডেল উরফি জাভেদ। তাইতো শুক্রবার নিজের খোলামেলা পোশাকের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন তিনি। বললেন তার পোশাকের কারণে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তিনি একই সঙ্গে বলেন সকলে এবার একজন নতুন উরফিকে দেখবেন।তবে কনফিডেন্ট উরফির এভাবে ক্ষমা চাওয়া মেনে নিতে পারেনি নেট পাড়ার একাংশ। যদিও তার সমালোচকরা ক্ষমা চাওয়ার দিনটি ঠিক মনে রাখলেন, তাদের মতে পয়লা এপ্রিল বলে তিনি সবাইকে এভাবে বোকা বানাচ্ছেন।
এদিন ট্যুইটারে তিনি লেখেন, 'আমি যা পরি সেটার কারণে কেউ আঘাত পেয়ে থাকলে বা কারও খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি। এখন থেকে আপনারা একজন অন্য উরফিকে দেখবেন। পোশাক বদলে যাবে। ক্ষমা।'
এদিকে তার ভক্তরা এই পোস্ট দেখে অবাক হয়ে যান।এক ব্যক্তি লেখেন, 'তুমি যা খুশি পরো উরফি। লিবারেল থাকো।' আরেকজন লেখেন, 'এ মা না! আমার আপনার কনফিডেন্স লেভেল ভালো লাগে।' অনেকে আবার ভাবেন তিনি বুঝি মজা করছেন। এক ব্যক্তি লেখেন, '১ এপ্রিল কাল।'। আরেক নেতিজেনের মন্তব্য হল, 'এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন?'
এরপরই উরফিকে একটি বিজ্ঞাপনে দেখা যায়। একটি পোশাকের ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি ধরা দেন। তাদের সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'আমি ট্রেন্ড ফলো করি না। আমি ট্রেন্ড সেট করি।' যদিও সম্প্রতি খোদ করিনা কাপুর তার এই পোশাক ও কনফিডেন্সের প্রশংসা করেন।
একটি সাক্ষাৎকারে করিনা কাপুর বলেন, 'ফ্যাশন মানেই এক্সপ্রেশন ও স্বাধীনতা। আমার মনে হয় ওর মধ্যে যে আত্মবিশ্বাসটা আছে সেটা সত্যি দারুন। উরফি তার এই বক্তব্য শেয়ার করে লেখেন, 'কী! করিনার আমায় ভালো লাগে! অবিশ্বাস্য! বাই। আমি আর এখন বেশি কিছু বলতে পারছি না।'
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়
পুষ্পা টুর টিমের সদস্যরা যে বাসে ছিলেন সেটিকে ধাক্কা মারে অপর একটি বাস , আহত ২
আজকের দিনের কলকাতার বুকে গুরুদাস কলেজে অনুষ্ঠান করতে এসে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলো কেকে
এসব না লিখলে পিসি আর বাবা বকবে যে , ঋদ্ধিকে পাল্টা কটাক্ষ নেটিজেনদের
লোকজন ভাবেন দেশের সব মদ আমিই খাই , বাকিরা ধোয়া তুলসীপাতা , তীব্র ক্ষোভ প্রকাশ পরীর
পুজো উপলক্ষ্যে প্রত্যেকটি ঘাটে মোতায়েন পুলিশ বাহিনী
করোনাকালীন সময়ের দোকানকে কেন্দ্র করে জীবন যন্ত্রনার অনুভূতি প্রকাশ করা হয় মূল নাটকের মধ্যে দিয়ে
ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর থেকে গরু ফেরৎ নিয়ে আসলো বিএসএফ
বুদ্ধিমত্তার সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা মানুষের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে , মোদিকে তুলধোনা নাসিরের
ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে , নাম না করে মোদিকে তীব্র কটাক্ষ ঋত্বিকের
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব