নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শনিবার কাঁথির সভা থেকে দাঁড়িয়ে দলের তিন নেতার পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই জমা পরল পদত্যাগপত্র। এই ঘটনা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নজির তৈরি করল।
শনিবার সভাস্থলে যাওয়ার পথে হঠাতই থেমে যায় তৃণমূল সাংসদের কনভয়। গাড়ি থেকে সটান নেমে গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এগোতে থাকেন অভিষেক। তাকে সামনে পেয়ে যাবতীয় অভাব-অভিযোগের কথা তুলে ধরেন গ্রামবাসীরা। শনিবার অভিষেক যে গ্রামে ঢুকেছিলেন তা মারিশদা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পরে। গ্রামবাসীদের কাছ থেকে তিনি জানতে পারেন এই গ্রামে পানীয় জল ও ভগ্নদশা বসতবাড়ি গ্রামবাসীদের প্রধান সমস্যা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি।
এরপরেই কাঁথি সভামঞ্চ থেকে হঠাতই নিজে থেকে তুলে আনেন মারশিদা গ্রাম পঞ্চায়েতের প্রসঙ্গ। গোটা ঘটনার কথা বর্ণনা করে অভিষেক জানিয়েছেন, 'সাধারণ মানুষের এই কাজগুলি করতে না পারলে রাজনীতি করে লাভ নেই। গাড়িতে আসার সময় আমি সবটা খবর নিয়েছি। তরুণদা, আমি আজকে বলে গেলাম। ৪৮ ঘণ্টার মধ্যে মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই। দলের অঞ্চল সভাপতিও দায় এড়িয়ে যেতে পারেন না। তাকেও ইস্তফা দিতে হবে।'
এরপরেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইস্তফা দিয়েছেন মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুন মন্ডল ও উপপ্রধান রামকৃষ্ণ মন্ডল। মারিশদার তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম কুমার মিশ্রও পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।