নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামীকাল গোটা কলকাতা জুড়ে বিজেপির 'নবান্ন অভিযান' মিছিল। সেই নিয়েই সোমবার কলকাতা পুলিশ রাজ্যবাসী তথা নিত্য অফিস যাত্রীদের কথা মাথায় রেখে একটি ট্রাফিক অ্যাডভিসরি পেশ করেছেন। রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার এম জি রোড , কলেজ স্ট্রিট , স্ট্র্যান্ড রোড , হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলী সেতুতে ভারী যানবাহনের জন্য কিছু সময় বন্ধ থাকবে। যেহেতু এই রাস্তা গুলি বন্ধ থাকবে , তাই যানবাহন গুলিকে অল্টারনেটিভস কিছু রুট দিয়ে চলাচলের কথা বলা হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত এন সি স্ট্রিট বা কলেজ স্ট্রিট বন্ধ থাকায় , যানবাহন গুলিকে লেনিন সরণী– মৌলালি–এজিসি রোড গুলি ব্যবহারের কথা বলা হয়েছে। আবার দুপুর ১২টা থেকে বিজেপির এই নবান্ন অভিযানের প্রসেশন শুরু হওয়া পর্যন্ত এম জি রোড(ওয়েস্ট আমহার্স্ট স্ট্রিট ক্রসিং) এবং স্ট্র্যান্ড রোড থেকে উত্তর দিকে কিংসওয়ে ক্রসিং পর্যন্ত বন্ধ থাকায় যথাক্রমে এপিসি রোড-এজিসি বোস রোড/ শিয়ালদহ ফ্লাইওভার-এমজি রোড-আমহার্স্ট স্ট্রিট–বিবিসি গাঙ্গুলী স্ট্রিট / উত্তর দিকে সেন্ট্রাল এভিনিউ এবং কিংসওয়ে–আর আর এভিনিউ-সেন্ট্রাল এভিনিউ/ কিংসওয়ে-আর আর এভিনিউ-দক্ষিণ দিকে রেড রোড রাস্তাটি যাতায়াতের জন্য ব্যবহারের কথা বলা হয়েছে।
তাছাড়া , সকাল ৮টা থেকে প্রসেশন শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় হুগলী সেতুর পরিবর্তে এজিসি বোস রোড-এক্সাইড ক্রসিং , পূর্ব দিকে এজিসি বোস রোড-উত্তর দিকে এ পি সি রোড / এজিসি বোস রোড-জে এল নেহেরু রোড , উত্তর দিকে সেন্ট্রাল এভিনিউর রাস্তা গুলি দিয়ে অনায়াসে চলাচল করা যেতে পারে।
কলকাতা পুলিশের দেওয়া এই ট্রাফিক অ্যাডভিসরিতে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে , তারা যেন ১৩.০৯.২০২২ তারিখে সকাল ৮টা থেকে দুপুর ৪ টে এবং দুপুর ১২টা থেকে দুপুর ৪ টে পর্যন্ত যথাক্রমে দ্বিতীয় হুগলী সেতু ও হাওড়া ব্রিজ দিয়ে নিজেদের সমস্ত রকম যাতায়াত বন্ধ রাখেন। সমস্ত রকম মালবাহী যান গুলির ওপর কাল ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার মধ্যে দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি কোনো রাস্তা খুলে দেওয়া হয় , সেটি প্রশাসন মারফত রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।