কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে ১,৬৬৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।
পদ- কনস্টেবল (পুরুষ) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেরা বাংলা ভাষায় লেখা, পড়া ও কথাবলার (শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং – এর পাহাড়ি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দারা এই আওতার বাইরে) দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (হোম গার্ডদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে, কিন্তু সিভিক ভলান্টিয়ারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়)।
মূল বেতন- সরকারী নিয়ম অনুযায়ী ।
শূন্যপদ- ১৪১০ টি ।
পদ- লেডি কনস্টেবল ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ মেয়েরা বাংলা ভাষায় লেখা, পড়া ও কথাবলার (শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং – এর পাহাড়ি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দারা এই আওতার বাইরে) দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (হোম গার্ডদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে, কিন্তু সিভিক ভলান্টিয়ারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়)।
মূল বেতন- সরকারী নিয়ম অনুযায়ী ।
শূন্যপদ- ২৫৬ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে লিখিত ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে https://prb.wb.gov.in বা www.wbpolice.gov.in কিংবা www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ২৯.০৫.২০২২ তারিখ থেকে ২৭.০৬.২০২২ তারিখের মধ্যে ।
বিশদে জানতে- https://prb.wb.gov.in বা www.wbpolice.gov.in কিংবা www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইট দেখুন ।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন