কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে ১,৬৬৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।
পদ- কনস্টেবল (পুরুষ) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেরা বাংলা ভাষায় লেখা, পড়া ও কথাবলার (শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং – এর পাহাড়ি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দারা এই আওতার বাইরে) দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (হোম গার্ডদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে, কিন্তু সিভিক ভলান্টিয়ারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়)।
মূল বেতন- সরকারী নিয়ম অনুযায়ী ।
শূন্যপদ- ১৪১০ টি ।
পদ- লেডি কনস্টেবল ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ মেয়েরা বাংলা ভাষায় লেখা, পড়া ও কথাবলার (শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং – এর পাহাড়ি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দারা এই আওতার বাইরে) দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (হোম গার্ডদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে, কিন্তু সিভিক ভলান্টিয়ারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়)।
মূল বেতন- সরকারী নিয়ম অনুযায়ী ।
শূন্যপদ- ২৫৬ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে লিখিত ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে https://prb.wb.gov.in বা www.wbpolice.gov.in কিংবা www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ২৯.০৫.২০২২ তারিখ থেকে ২৭.০৬.২০২২ তারিখের মধ্যে ।
বিশদে জানতে- https://prb.wb.gov.in বা www.wbpolice.gov.in কিংবা www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইট দেখুন ।
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা