নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রবিবার সকাল থেকে ১৪৪ টি ওয়ার্ডে হাড্ডাহাড্ডি টক্কর হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। একনজরে সারাদিনের আপডেট -
• কলকাতা পৌরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের খান্না হাই স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর শাসকদলের দিকে। যদিও তৃণমূল প্রার্থী সচিন সিং অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা সিপিআইএম প্রার্থী জানিয়েছেন, আমরা বোমাবাজির রাজনীতি করি না।
• গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল জানিয়েছেন, কেবল মুখ্যমন্ত্রী এবং সাংসদকে তাদের সিকিউরিটি নিয়ে বুঝে ঢোকার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
• বাঘা যতীনের ভোটকেন্দ্রে এজেন্টদের বসতে বাধা দেওয়ার এবং ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বাম শিবির।
• কলকাতা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জোড়াবাগানে বিজেপি প্রার্থী ব্লাউজ ছিড়ে দিয়ে, শাড়ি খুলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা নির্দল এবং তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বিজেপি প্রার্থী মিনাদেবীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেই নিজের ব্লাউজ ছিড়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
• কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিয়ালদার টাকি স্কুলের সামনে তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ঘটনার জেরে বোমাবাজি হয় এলাকায়। বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
• বেলগাছিয়ার মনোহর অ্যাকাডেমি স্কুলে নির্দল প্রার্থীই বুথের এজেন্ট হয়ে বসার প্রতিবাদ করে শাসকদলের এজেন্টরা। পরবর্তীকালে বিজেপি প্রার্থী এসে সেই নির্দল প্রার্থীকে ফের বুথের ভেতর ঢোকানোর চেষ্টা করায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি, মারধর।
• ৪৫ নম্বর ওয়ার্ডের ব্রাবোর্ন রডের জৈন স্কুলের বুথের মধ্যে তুলকালাম। হাতাহাতি মারধর কংগ্রেসের এজেন্টের সাথে। পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীকে বেধরক মারধর, ধস্তাধস্তি। অভিযোগের তীর শাসক দলের দিকে।
• কলকাতা পৌরসভার মানিকতলার ২৮ নম্বর ওয়ার্ডে একটি হসপিটালের ছাদে বিরিয়ানি ও চিকেন চাপ রান্না হচ্ছে গতকাল রাত থেকে। এমনই অভিযোগ তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর। বিজেপির বিরুদ্ধে মানিকতলায় বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
• জোড়াবাগান ২২ নম্বর ওয়ার্ডে, সন্দেহজনকভাবে মহেশ্বরী বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। সন্দেহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাকে ধাওয়া করায়, ধাক্কা মেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন যুবক। শেষ পর্যন্ত রাজনৈতিক দলের কর্মীদের হাতে ধরা পড়ে। ভুয়ো ভোটারের সন্দেহে বেধড়ক মারধর করা হয় লিলুয়ার বাসিন্দাকে।
• রবিবাসরীয় সকালে পুরভোট শুরু হতেই একের পর এক ঘটনার ঘনঘটা। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুর একটা থেকে রাজ্যের সর্বত্র বিজেপির বিক্ষোভ কর্মসূচি। ভোটের নামে প্রহসন তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশনের, অভিযোগ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
কলকাতা পৌরসভার ১০১, ১০২ এবং ১১০ নম্বর ওয়ার্ডের বুথে বামেদের এজেন্টকে পড়তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সকাল থেকেই। ঘটনার পরিপ্রেক্ষিতে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে বাম শিবিরের পক্ষ থেকে।
কলকাতা পৌরসভার নির্বাচন পর্ব শুরু হতেই দফায় দফায় উত্তেজনা। ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দাবিতে বড়তলা থানায় বিক্ষোভ প্রদর্শন বিজেপি বাম এবং কংগ্রেস কর্মীদের।
• কলকাতা পৌরসভার ৯৪ নম্বর ওয়ার্ডে ভোট দানের পর সরাসরি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে জানিয়েছেন, বিজেপি প্রার্থীর পক্ষে নয়, রাজনীতি করতে এসেছি মানুষের জন্য। যে এতদিন কাজ করেছে তার জন্যই আছি। আমি রাজ্য বিজেপির কোন সাংগঠনিক দায়িত্ব ও পদে নেই। পুরভোটে বিজেপি টাকা দিয়ে প্রার্থী হয়েছেন প্রমাণ আছে। বিজেপির ছাপ্পা ভোট দেওয়ার ক্ষমতা এখনো হয়নি।
• ভোট দিয়ে বের হয়েই বিরোধীদের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, বিরোধীদের এজেন্ট না থাকলে টিএমসি কি করবে? আপনাদের কাছে ছবি/ফুটেজ থাকলে প্রকাশ্যে আনুন। অশান্তিতে টিএমসি আছে প্রমাণ হলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
• কলকাতা পুরভোটকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিক বৈঠক জয়েন্ট সিপির। তিনি জানিয়েছেন, মোটের উপর শান্তিপূর্ণ ভোট। এখনও পর্যন্ত অশান্তিতে গ্রেফতার ৭২ জন। টাকি স্কুলের বোমাবাজি কান্ডে গ্রেফতার করা হয়েছে ১ জনকে। যা যা অভিযোগ করা হয়েছে, সব খতিয়ে দেখা হচ্ছে। সব বুথে সশস্ত্র পুলিশ রয়েছে।
• কলকাতা পুরভোটের শেষ পর্বে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোটদান করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতা পুলিশ সবচেয়ে ভালো কাজ করেছেন। নাকা চেকিং ও বেশ কিছু জায়গায় কড়া নিরাপত্তা রেখেছে। তার পরেও কিছু জায়গায় বিশৃঙ্খলা দেখা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
• সল্টলেক জিসি ব্লকের ৩৫ নম্বর বাড়িতে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বিজেপি এমএলএ দের নিয়ে বৈঠক করেন। সেই বাড়ির সামনে বিধাননগর পুলিশের বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়ে, বাড়ির মূল গেটে সারিবদ্ধভাবে দাঁড়ায়। কার্যত গৃহবন্দী করা হয় শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়কদের।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের