নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত ধরে শুভ উদ্বোধন হয়েছে কলকাতার ৪৫তম আন্তর্জাতিক বইমেলার। মঙ্গলবার সেই বইমেলাতেই বিজেপির জনবার্তা স্টলের উদ্বোধন করলেন বিরোধী দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে এই উদ্বোধনে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আসার কথা থাকলেও সেটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় এখানে উপস্থিত হন দিলীপ ঘোষ।
এদিন বই মেলায় এসে জনবার্তা স্টলের উদ্বোধনের পর দিলীপ ঘোষ বলেন, ' বইমেলায় প্রতিবছরই আমরা জনবার্তা স্টল দি। আমাদের কর্মীরাই এই স্টল চালায়। গতকাল বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন এবং সেখানে আটকে পরেছেন বলে তিনি আসতে পারেননি। তাই আমরা এসেই এই স্টলের উদ্বোধন করলাম'।
অন্যদিকে আবার ইউক্রেন যুদ্ধে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ' ইউক্রেনে ছাত্র মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। যারা আছেন তারা সুরক্ষিত অবস্থায় দেশে ফিরুক সেই আশা করছি'।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।