নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুই বছর পর করোনা পরিস্থিতি ঠিক হওয়ায়,শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শুভ রথযাত্রা। সেই উপলক্ষ্যে এদিন কলকাতার মিন্টো পার্কের ইসকন মন্দিরের ৫১ তম রথযাত্রার মঙ্গল আরতি করে রথের দড়ি টেনে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বন্দ্যোপাধ্যাযয়ের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম ও সাংসদ নুসরত জাহান।
গত বছরে কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পালন করা সম্ভব হয়নি । তবে এই বছরে সব ঠিক থাকায় জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরের রথযাত্রার। প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের রথে এসে উপস্থিত হন।এবছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নুসরত জাহান,সোহম,এছাড়াও ছিলেন পুলিশ কমিশনার । তিনি মন্দিরে এসে উপস্থিত হন এবং সেখানে জগন্নাথদেবকে আরতি করেন। পাশাপাশি ভোগ নিবেদন করেন তিনি। অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে রথের দড়িতে টান দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,'ইসকনের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে।আমরা পুরীর জগন্নাথ যাত্রার কথা সবাই জানি। কিন্তু বাংলাতে বিভিন্ন প্রান্তে অনেক মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। নবদ্বীপ ধামে ইসকন শহর তৈরি হচ্ছে।আপনারা সবাই গিয়ে দেখবেন, ভালো লাগবে জগন্নাথ প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি, দেশের মঙ্গল কামনা করি।'
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
গবাদি পশুর খাদ্য খরচ সহ আনুষাঙ্গিক খরচের পরিমান বাড়ায় এই মূল্যবৃদ্ধি
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
নতুন আলো আমাদের জীবনে এক অনন্য ছায়া যোগ করতে চলেছে, পোস্ট অভিনেত্রীর
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর