একাধিক দাবি নিয়ে কলকাতার রাস্তায় আদিবাসীদের মিছিল , যানজটে অবরুদ্ধ গোটা শহর

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১২:৩১ IST

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কুড়মি আন্দোলন অব্যাহত। এই আবহেই ফের আন্দোলনে সামিল হলো আদিবাসী সম্প্রদায়। কুড়মিদের তপশিলি উপজাতির স্বীকৃতির দাবির বিরোধিতায় পথে নেমেছে তারা। শুক্রবার সকাল আটটা থেকে আদিবাসী সংগঠনের একটি মিছিল শুরু হয়েছে। লক্ষ্য গন ডেপুটেশন জমা দেওয়ার। আর এই কারনেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাহত যান চলাচল। যার জেরে সপ্তাহের দিনে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।

সূত্রের খবর , শুক্রবার সপ্তাহের দিনে সকাল থেকে হাওড়া স্টেশনে জমায়েত করেন আদিবাসীরা। এরই ৯টা নাগাদ হাওড়া ব্রিজ দিয়ে কলকাতার দিকে মিছিল নিয়ে এগিয়ে যান তারা। আর এতেই অবরুদ্ধ হয়েছে গোটা হাওড়া ব্রিজ। থেমে গেছে বহু বাস ও গাড়ির চাকা। অফিস কাছারি পৌঁছাতে ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ।

এই মিছিলের পিছনে আদিবাসী সম্প্রদায়ের দাবি , কুড়মিদের আদিবাসীর স্বীকৃতি পাওয়ার দাবি সম্পূর্ণ অনৈতিক। এতে তাদের অধিকার খর্ব করা হয়। এই অধিকার কখনই কুড়মিরা পেতে পারেনা। এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে। তাই এর বিরুদ্ধে পথে নেমেছে তারা। যার জেরে ব্যাহত হয়েছে কলকাতার জনজীবন। তবে কলকাতা পুলিশের তরফে মিছিলে অংশগ্রহণকারীদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রতি মূহুর্তে ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। জানানো হয়েছে, এই মিছিলের জেরে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, এমজি রোডে যানযট দেখা দিয়েছে।

অন্যদিকে , দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা। এই কারনে মৌলালি, এজেসি বোস রোড, শিয়ালদহ ফ্লাইওভার, সূর্য সেন স্ট্রিট, ফুল বাগান, সিআইটি রোড, ক্যানাল ইস্ট রোড সহ বহু রোডে যানজট দেখা দিতে পারে।

ভিডিয়ো

Kitchen accessories online