নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মাঝে মাঝে কিছু কিছু বিস্ময়কর ঘটনা মানুষকে শুধুমাত্র অত্যাশ্বর্যেরই মধ্যেই নয় সেইসঙ্গে চোখ খুলে বাস্তবকে গ্রহণ করার ক্ষমতাও জোগায়। যখন কিছু চিরাচরিত ধারণা এই বিশ্ব সংসারকে ক্রমশ গ্রাস করতে থাকে তখনই কিছু মানুষ কান্ডারী রূপে সেইসব অচল নিয়মের বেড়াজাল থেকে জনমানবকে রক্ষা করে । পরোক্ষভাবে হলেও বাংলাদেশের মডেল তথা অভিনেতা প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় এই বিষয়টিকে আরও একবার প্রমাণ করলেন ।
বাংলাদেশী মডেল, অভিনেতা ও গায়ক রূপে পরিচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। কখনও বিতর্কিত মন্তব্যের জন্যও আবার কখনও উদ্ভট কার্যকলাপের জন্য সর্বদাই তাকে খবরের শিরোনামে থাকতে দেখা যায় ।
অভিনয় ও সঙ্গীতের চর্চার পাশাপাশি তিনি রাজনীতিতেও ইতিমধ্যে তার রাজ্যাভিষেক ঘটিয়ে ফেলেছেন । তবে হিরো মূলত তার বেসুর গলায় গানের জন্যই বহুল পরিচিত।
বহুকাল ধরেই মানুষ সুন্দরের পরিভাষা হিসেবে ফর্সা , সুঠাম চেহারাকেই এইমাত্র মাপকাঠি হিসেবে জেনে এসেছে । তবে মানুষের সেই চিরাচরিত ধারণা যে সম্পূর্ন ভিত্তিহীন তা প্রমাণ করলেন এই বাংলাদেশী অভিনেতাই।
সম্প্রীতি ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষ্যে কলকাতায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে হিরো আলম সেরা পুরুষের সম্মান গ্রহণ করলেন , যা সকলকে রীতিমতো তাকে লাগিয়ে দিয়েছে । বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও হিরোর এহেন কৃতিত্বে স্তম্ভিত দর্শক মহল।
এর আগেও তার ভিন্নধর্মী কার্যকলাপকে আরব নিউজ থেকে শুরু করে খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড সমস্ত বৃহত্তর সংবাদমাধ্যমগুলো পরম গুরুত্ব সহকারে তাকে নিয়ে সংবাদ প্রচার করলেও এ যেনো অভিনেতার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।
তিনি বরাবরই তার কাজের জন্য সমালোচিত হলে এসেছেন । তাই তার কাছে এই পুরস্কার যেনো এক চিলতে আশীর্বাদের মত যা সকলের মুখের ওপর তার হয়ে সমস্ত ব্যঙ্গ- বিদ্রুপের জবাব সূচক তার মহিমা ব্যক্ত করছে।
হিরো আলমের পুরস্কার পাওয়ার বিষয়ে অনুষ্ঠানটির পুরুষ অধিকার কর্মী সৈকত ভট্টাচার্য জানিয়েছেন , "প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনিদেখিয়ে দিয়েছেন। সে-ই আসল পুরুষ, সে-ই আসল বিপ্লবী।" এই বৃহত্তর সম্মানটি গ্রহণ করে আহ্লদে ডগোমগো হয়ে স্বয়ং অভিনেতাও তার মনের ভাব প্রকাশ করে জানিয়েছেন , "অজস্র ট্রোল, ব্যাঙ্গ-বিদ্রূপ এড়িয়ে আমি আমার কাজে মনোযোগী ছিলাম।"
হিরো আরও জানিয়েছেন , "ইচ্ছা থাকলে সবই সম্ভব। ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।"
পুরস্কার পাওয়ার পর অভিনেতার তার কাজের প্রতি গর্ববোধকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে । সেইসঙ্গে বেশিরভাগ জনতাই তার কাজের প্রশংসার তুলনায় তার বাহ্যিক রূপকে কটূক্তি করে ব্যঙ্গাত্মক মনোভাব পোষণ করতেই ব্যস্ত ।
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
পার্টি অফিসে ঢোকার আগেই বাঁধা পান তিনি
দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অংশগ্রহনকারীদের নিয়ে চলছিল কড়া টক্কর
ডলি জৈনের সঙ্গে বিশেষ শুটের মাঝেই ইনস্টাগ্রামে AskMe সেশন করেন সাংসদ অভিনেত্রী
৬১ বছর বয়সে এসেও ইন্ড্রাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি
একটি ট্রাক এসে ধাক্কা মারে তানজিন তিশার গাড়িতে
চলতি বছর কিং খানের দুটি ছবিই ১০০০ কোটির গন্ডি টপকে গিয়েছে
রোম্যান্টিক নায়কের ইমেজ ছেড়ে একেবারে ভিন্ন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন অঙ্কুশ
এবার শুধু মুভি রিলিজের পালা
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি