আগ্রা যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

মার্চ ১৮, ২০২৩ বিকাল ০৭:০২ IST
6415b05f7d54b_n48153179816791428697040dabb6a3ee98cb9fee50968bda501cca7e941e30a2ff109bc7bdf74ec0ca3d38

নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - কম্বল বিতরণকান্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে আসানসোল এবং দুর্গাপুর কমিশনারেট। যদিও এই গ্রেফতারের ঘটনায় সরব বিজেপি।

বইটি ক্রয় করতে নিচের লিঙ্কে ক্লিক করুন 

আসানসোলে কম্বর বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র ও তার স্ত্রী তথা কাউন্সিলর চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিজনরা।গ্রেফতার এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। নিম্ন আদালতে রাজ্যের যুক্তির কাছে হেরে গিয়েছিলেন তিওয়ারি দম্পতির আইনজীবী। প্লাটা হাইকোর্টে যান তারা। রক্ষাকবচ পেলেও তার মেয়াদ শেষ হয়েছে। এর মাঝে জিতেন্দ্র তিওয়ার বাড়িতে গিয়ে একাধিকবার জেরা করেছে পুলিশ। নতুন করে হাইকোর্টে আবেদন জানিয়েও লাভ হয়নি। শোনা যায়, তারা সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হচ্ছিলেন।

গত কয়েকদিন ধরে দিল্লিতে রয়েছেন তিওয়ারি দম্পতি। সেখানে বেড়ানোর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১০ দিন আগে আসানসোল-দুর্গাপুর পুলিশের একটি দল দিল্লি পৌঁছয়। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারা। কিন্তু বিজেপি নেতার হদিশ মেলেনি। অবশেষে এদিন আগ্রা যাওয়ার পথে জিতেন্দ্রকে গ্রেফতার করল পুলিশ। তবে আসানসোলের প্রাক্তন মেয়ররের সঙ্গে তার স্ত্রী চৈতালি ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়।

এই গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা সরব হয়েছেন। তার দাবি, 'এই গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসামূলক। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ব্যর্থতার পরিচয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে নিরাপত্তা দিতে পারেনি তারা।'

বিজ্ঞাপন

ভিডিয়ো

Kitchen accessories online