নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজরকাড়া সাফল্য পেয়েছে ভারত। দুরন্ত প্রদর্শন করেছেন ভারতীয় অ্যাথলিটরা। এই প্রতিযোগিতা শুরুর আগেই প্রতিযোগীদের সঙ্গে পেপটক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সেই ভারতীয় প্রতিযোগীদের পদক জয়ীদের সঙ্গে বাসভবনে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি।
সকল ভারতীয় অ্যাথলিটদের উদ্দেশ্যে মোদি বলেছেন, 'সবাইকে অনেক স্বাগত। আজ সারা দেশ তোমাদের জন্য গর্ব করছে। ঠিক তেমনই আমিও গর্ব করছি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে তোমরা দেশকে বিরাট বড় উপহার দিয়েছো। দারুণ খেলেছো। প্রতিযোগিতা শুরুর আগেই আমি বলেছিলাম তোমরা পদক নিয়ে ফিরবে। তখন আমরা বিজয় উৎসব করব। আমার অনেক আত্মবিশ্বাস ছিল। আর আমার শট ব্যস্ততার মাঝেও আমি তোমাদের সঙ্গে দেখা করতাম। আর আজ ঠিক তাই হচ্ছে'।
খেলাধুলায় ভারতের উন্নতি দেখে ভীষণই খুশি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'গত কয়েক মাসে খেলার জগতে বিশাল সাফল্য পাচ্ছে ভারত। কমনওয়েলথ গেমসে তো পদক জিতেছে ঠিকই। আবার প্রথমবার বিশ্ব দাবা অলিম্পিয়াড আয়োজন করেছি আমরা। শুধু তাই নয়, ভারতে দাবা ঐতিহ্যকে বজায় রেখে নজরকাড়া প্রদর্শনও করেছে ভারতীয় দাবাড়ুরা'।
ভারতীয় অ্যাথলিটদের তিনি আরও বলেছেন, 'পদক এবং আত্মবিশ্বাসই এখন তোমাদের পরিচয়। মানুষেরা তোমাদের অনেক সমর্থন করেছে। তোমরা হয়তো জানোনা ঠিকই, তবে অনেকে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যেত। যাতে সঠিক সময় তোমাদের ম্যাচ দেখতে পারে। অনেকে রাতে না ঘুমিয়ে তোমাদের খেলা দেখত। আজ তোমাদের প্রচেষ্টাই সকলকে এই জায়গায় নিয়ে এসেছে। আজ যারা পদক জিতেছে এবং ভবিষ্যতে যারা জিতবে সকলেই প্রশংসার যোগ্য'।
মোদি যোগ করেছেন, 'তোমরা সমানে প্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছ। কেউ জয় পেয়েছে। আবার কেউ উনিশ বিশ তফাতে জয় হাতছাড়া করেছে। তবে আমার বিশ্বাস আগামী দিনে এই তফাৎটাও থাকবেনা। তোমরাই জিতবে। আরও একটা কথা বলতে চাই। আমরা আবার যেভাবে ভারতীয় হকিতে ছাপ ফেলছি, সেটা সত্যিই প্রশংসনীয়। বিপক্ষ দল ভাল না হলে এইভাবে খেলা সম্ভব নয়। আমি খুবই খুশি যে আমার সব খেলাতেই সেরা প্রদর্শন করতে পারছি। লন বলেও আমরা জিতেছি। এর ফলে দেশে নতুন খেলাগুলোর প্রতি উৎসাহ ও আগ্রহ ক্রমশ বাড়তে থাকবে।
কিছু ভারতীয় অ্যাথলিটদের নাম ধরে প্রশংসা করেছেন মোদি। তিনি বলেছেন, 'এখানে পুরোনো অনেকেই আছে। সিন্ধু, শ্রীকান্ত, শরৎ, মীরাবাই। অভিজ্ঞরা যেমন দাপট দেখিয়েছে, ঠিক তেমনই অবিনাশ, প্রিয়াঙ্কা, সন্দীপ প্রথমবার বিশ্বের শ্রেষ্ঠ অ্যাথলিটদের সঙ্গে টক্কর দিয়েছে। এর ফলেই আগামী দিনে যুব ভারতীয় অ্যাথলিটদের চেনা যাচ্ছে। সবথেকে বড় কথা হল অভিষেক হওয়া অ্যাথলিটদের মধ্যে ৩১ জন মেডেল জিতেছে। এর থেকে বড় আর কি হতে পারে'।
এদিন বাসভবনে মহিলা কুস্তিগীর পূজা গেইলটের ফের প্রশংসা করেছেন মোদি। তিনি বলেছেন, 'পূজার আবেগঘন ভিডিও দেখেছি। আমি আগেও বলেছি ওর ক্ষমা চাওয়ার দরকার নেই। ও দেশের অন্যতম সেরা অ্যাথলিট। একজন বিজয়িনী। পূজার সততা ও কঠোর পরিশ্রম নিয়ে কারোরই কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং সেই জায়গাও নেই'।
মহিলা অ্যাথলিটদের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'বিশেষ করে মেয়েরা যেইভাবে দাপট দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। নীতু প্রতিপক্ষকে ময়দান ছাড়তে বাধ্য করেছে। ক্রিকেটে হরমনপ্রীত নিজের সেরাটা দিয়েছে। রেণুকার কথাও বলব। অভিজ্ঞদের মধ্যে যেইভাবে নিজেকে তুলে এনেছে, সত্যিই ও নজরকাড়া প্রদর্শন করেছে। ওর চেহারায় পাহাড়ের শান্তি এবং মুখে মিষ্টি হাসি থাকলেও ওর বোলিং বড় বড় ব্যাটসম্যানদের ঘাম ছুটিয়ে দিয়েছে'।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে