নিজস্ব প্রতিনিধি , আমেদাবাদ - আজ থেকে শুরু হল গুজরাত বিধানসভার নির্বাচন। সেই রাজ্যে গত ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মোকাবিলা করছে কংগ্রেসও। নির্বাচনী প্রচারে কমতি রাখে নি কোনো দলই। হয়েছে অনেক কাদা ছোঁড়াছুঁড়িও। এমনই গত মঙ্গলবার গুজরাতের একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে, তার কি ১০০ টি মাথা আছে? কারণ তিনি সমস্ত নির্বাচনের মুখ-তা নাগরিক নির্বাচন বা বিধানসভা নির্বাচন হোক। সেই বিষয়েই প্রথম দফার নির্বাচনের দিন মুখ খুললেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেন, মোদিকে কে বেশি গালাগাল করতে পারে তা নিয়ে দলের অভ্যন্তরে একটি প্রতিযোগিতা চলছে।
গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন আগামী ৫ ই ডিসেম্বর। সেই উদ্দেশ্যে আজ গুজরাতের কলোলে নির্বাচনের দ্বিতীয় ধাপের জন্য একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সেখানে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বলা 'রাবণ' মন্তব্যের উল্লেখ করেন তিনি। মোদি বলেন, "কে মোদিকে বেশি গালাগালি করতে পারে, কে সবচেয়ে বেশি কটূক্তি করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলছে।"
এদিন তিনি কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রির করা 'অকাত' মন্তব্যের কথাও উল্লেখ করেন। যেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন প্রধানমন্ত্রী মোদিকে তার 'অকাত' দেখাবে। তারপর শ্রদ্ধেয় খার্গেজি আমাকে রাবণের সঙ্গেও তুলনা করেছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন "কেউ আমাকে রাক্ষস বলে, কেউ বলে তেলাপোকা। যারা কখনও ভগবান রামের অস্তিত্বে বিশ্বাস করেনি তারা এখন রামায়ণ থেকে 'রাবণ' নিয়ে এসেছে। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে আমার জন্য এই ধরনের কটূক্তি করার পরেও, তারা কখনও অনুশোচনা প্রকাশ করেনি, ক্ষমা প্রার্থনা করার কথাও ভুলে গেছে।"
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা