নিজস্ব প্রতিনিধি , হুগলী - দিন দুই ধরে নিখোঁজ থাকার পর রবিবার হুগলী জাঙ্গিপাড়ায় পুকুর থেকে উদ্ধার হয়েছে নাবালিকার দেহ। তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এখনও তল্লাশি চলছে। এ নিয়ে শোরগোল জাঙ্গিপাড়ায়। সেই তপ্ত পরিস্থিতির মধ্যেই কংগ্রেসের প্রতিনিধিদল এলাকায় যেতে গেলে প্রবল বাধার মুখে পরে। এলাকাবাসীর প্রতিরোধে ফিরে যেতে হয় তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে তথ্য প্রমাণের জন্য তল্লাশি শুরু হয়েছে। আজ সকাল থেকে আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ সাইকেলের চালাচ্ছে হুগলী জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পাশাপাশি, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ।
এরই মধ্যে বেলার দিকে জেলা কংগ্রেসের ২৫ জনের প্রতিনিধিদল পৌঁছয় জঙ্গিপাড়ায়। কিন্তু গ্রামে পা রাখামাত্রই তাদের ধাওয়া করেন গ্রামবাসীরা। মহিলা, পুরুষ-সহ সকলে মিলে বিক্ষোভ দেখিয়ে কার্যত গ্রামছাড়া করেন কংগ্রেস নেতাদের। একটাই বক্তব্য, পাড়ার মেয়ের নির্মমভাবে মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যু নিয়ে কোনও রাজনীতি চান না তারা।
এ নিয়ে উত্তরপাড়া টাউন কংগ্রেসের সভাপতি কামাক্ষ্যা নারায়ণ সিং বলেন, 'আমরা গাড়ি, বাইক নিয়ে গিয়েছিলাম প্রায় ২৫ জন ছিলাম। কিন্তু গ্রামবাসীরা আমাদের তাড়া করে, গাড়ি ভাঙচুর করে। তৃণমূলের মদতেই আমাদের উপর এই আক্রমণের ঘটনা ঘটল।'
অন্যদিকে এই ঘটনায় প্রিয়ঙ্কা টিবরেওয়ালের জানিয়েছেন,'পুলিশের কাজ পরিস্থিতি সামাল দেওয়া নয়। কোনও অভিযোগ এলে তার তদন্ত করা। দশমীর পরে ক'টা দিন কেটে গেল, এখনও পুলিশ বলতে পারল না ধর্ষণ হয়েছে না হয়নি! এখন অপহরণের মামলা দায়ের হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।এটা নিছক অপহরণের মামলা নয়। যৌন হেনস্থা এবং খুনের ধারাতেও মামলা করতে হবে। তাই আমরা চাই নির্যাতিতার পরিবারের কাছে পৌঁছতে। তাঁদের বলতে চাই, আমরা পাশে আছি। আমরা মামলটা লড়ব। কিন্তু পুলিশ বলছে যেতে দেব না! কী লুকানোর চেষ্টা হচ্ছে?'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত