নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অবশেষে টানা ৭ দিনের লড়াই শেষ। কোচবিহারে যৌন নির্যাতনের শিকার কিশোরীর মৃত্যু হলো।ছয়-সাত দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হল যৌন নির্যাতনের শিকার কিশোরীর। কোচবিহার ২ ব্লকের খাপাইডাঙ্গার বাসিন্দা সে। বুধবার সকালে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন কিশোরীর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা।
হাসপাতাল সূত্রের খবর , এদিন সকালে কিশোরী মারা যায়। এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ কিশোরীকে চিকিৎসার পর বাইরে বেরিয়ে এসে তার মৃত্যুর সংবাদ পরিবারকে দেন। ধর্ষণের অভিযোগ আসার পর থেকেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে যায়। প্রতিবাদে সরব হয় বিজেপি। মঙ্গলবার বিজেপি নেতা রাহুল সিনহা হাসপাতালে যান নির্যাতিতা নাবালিকাকে দেখতে। এরপরই দীর্ঘ লড়াইয়ের শেষে নিঃশ্বাস ত্যাগ করে সে।
প্রসঙ্গত , গত ১৮ জুলাই ওই কিশোরী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে তাকে ফুঁসলে অপহরণ করে মাথাভাঙায় নিয়ে যায় এক যুবক। সেখানে সে কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায়। এদিকে মেয়ে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। কিন্তু কিশোরীর হদিশ না পেয়ে ২০ জুলাই পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন তারা। এরপর ঘটনার তদন্ত নেমে পুলিশ বাপ্পা বর্মন সহ পাঁচজনকে গ্রেফতার করে।
এরপর নির্যাতনের ফলে কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পরে। প্রথমে তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর কোচবিহারের একটি নার্সিংহোম হয়ে ২০ জুলাই মাঝরাতে মেয়েটিকে কোচবিহার এনজেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি নিয়ে জানাজানি হতেই জেলার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তোলপাড় পরে যায়। এমন গত কয়েকদিন প্রায় সংজ্ঞাহীন থাকার পর এদিন সকালে মারা যায় ওই কিশোরী।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর