নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - সকাল হতেই ফের মিললো ভয়াবহ অগ্নিকান্ডের খবর। বিধ্বংসী আগুনে জ্বলেপুড়ে খাক হয়ে গেলো দু দুটো প্রাণ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের একটি পাঁচতলা আবাসনে। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দমকল বাহিনী। দু'টি ইঞ্জিনিয়ার এনে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরের নিউ কদমতলা মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে আবাসনের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাতঃভ্রমণকারীরা প্রথমে আগুন দেখতে পান। তারপর যখন আবাসনের পাঁচতলা থেকে ধোঁয়া বের হয় তখন তারা আতঙ্কে চিৎকার করে ওঠেন এবং স্বাভাবিকভাবেই আবাসনের মধ্যেকার বাসিন্দাদের সেই সময় প্রাতঃভ্রমণকারীদের চিৎকারে ঘুম ভেঙে যায়। তারা সঙ্গে সঙ্গে আবাসন ছেড়ে বেরিয়ে আসেন। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিন পাঁচতলার গ্রিলের দরজা বাইরে দিয়ে দেওয়া ছিলো। তা ভেঙেই বছর ৩২ এর সুজয় সরকার এবং বছর ৫১ এর সুপ্রিয়াদেবীর অর্থাৎ তার মার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহগুলিকে উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার আসল কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটে। তাই পুরো বিষটির তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে ঘটনাস্থলটি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর খবর। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আবাসনের বাসিন্দা সুরজিৎ বণিক জানালেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে দমকলে খবর দেওয়া হয়েছিলো। কিন্তু যত সময় যাচ্ছিলো আগুন ততই বাড়তে থাকছিলো। তখন তিনি তার এক সঙ্গীকে নিয়ে বাইকে করে দমকলের অফিসে পৌঁছে দিয়ে যান। সেখানে গিয়ে জানতে পারেন, কোনও অফিসে থাকা দমকলকর্মীরা কোনও খবর পাননি। তখন সুরজিৎ বনিকের কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন।
সুরজিৎবাবু আরও জানান, মৃত সুজয় সরকার ও তাঁর মা এই ফ্ল্যাটে থাকতেন না। বাবার মৃত্যুর পরই মাকে নিয়ে পুণেতে চলে গিয়েছিলেন যুবকটি এবং সেখানেই থেকে গিয়েছিলেন। তবে তারা চার-পাঁচদিন আগেই কোচবিহারে ফেরেন বলে তিনি জানালেন। আর তারপরই এই ঘটনাটি ঘটলো। কিন্তু কীভাবে এই আগুন লাগল সেই সম্পর্কে কিছু জানেন না তিনি।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম