নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে বিরাট কোহলি ব্যাট হাতে ভালো রান পাননি। তার উপর প্রথম ও দ্বিতীয় ইনিংসে তিনি যেভাবে আউট হয়েছেন, তাতে বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর থেকে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।
সুনীল গাওস্কর বলেছেন, ‘লাঞ্চের পরে প্রথম বলেই বিরাট কিন্তু খুব খারাপ শট খেলল। টেস্ট ক্রিকেটে উইকেটে থিতু হওয়ার জন্য প্রত্যেক ব্যাটারই নিজেকে সময় দেয়। বিরতির পরে সহজে পা নড়াচড়া করে না। এমনকি, জলপানের বিরতির পরেও নতুন করে শুরু করতে হয়। বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার নিশ্চয়ই এটা জানে’।
সঞ্জয় বাঙ্গারের মতে, ‘নিজের শট বাছাই নিয়ে নিজের উপরই নিশ্চয়ই রাগ হবে বিরাটের। লাঞ্চ বিরতিতে হয়তো ওর মনঃসংযোগ নষ্ট হয়েছে। না হলে এতটা বাইরের বল কেন খেলতে যাবে ও? যে কোনও দলের কাছে বিরাটকে আউট করার এখন একটাই পরিকল্পনা। অফস্টাম্পের বাইরে বল করে যাও। শেষ কয়েকটি সিরিজ়ে একই ভঙ্গিতে আউট হয়েছে ও। একটিও বল কিন্তু পঞ্চম স্টাম্প লাইনে ছিল না। ও ষষ্ঠ ও অষ্টম স্টাম্পের বল তাড়া করছে। অবিলম্বে এই প্রবণতা বন্ধ করতে হবে’।
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫