নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম কলকাতা টাউন হলে পিডব্লুডি, কেএমসি ইঞ্জিনিয়ারিং এবং কেএমসি হেরিটেজ মিলে পুরো বিল্ডিংটার ইন্সপেকশন করেন।
পর্যবেক্ষণ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন “কিছুদিন আগে টাউন হলের বাইরের একটি অংশ ভেঙে পড়ে গেল। পিডব্লুডি বলছে এটা ওদের স্কোপ অফ ওয়ার্কের মধ্যে ছিলোনা। কিন্তু আমি বললাম টাউন হল একটা জাতীয় হেরিটেজ। আমরা স্কোপ অফ ওয়ার্ক না দেখে কাজটা করতে হবে যখন পুরোটাই করব। সেইমত মিটিংয়ে ঠিক হল পিডব্লুডি এবং আমাদের কেএমসি ইঞ্জিনিয়ারিং এবং কেএমসি হেরিটেজ মিলে পুরো বিল্ডিংটার ইন্সপেকশন করব। আর কোথায় কোথায় ভেঙে যাওয়ার সম্ভবনা আছে, কোথাও ড্যাম্প আছে কিনা বা হছে কিনা, খতিয়ে দেখব। কারন পিডব্লুডি বলছে ইন্টিরিওরটা ওদের দেওয়া হয়েছিল এক্সটিরিওরটা নাকি ওদের দেওয়া হয়নি। আমি বললাম ইন্টিরিওরটাও আমাদের এক্সটেরিওরটাও আমাদের। তাই আমাদেরই এটা করতে হবে। ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দিয়ে, সব মেরামত করে, আমারা টাউন হল আমদের দখলে নিয়ে নেওয়ার পরিকল্পনা করেছি। ততদিনে করনাও আসা করি চলে যাবে। এবং আমরা আবার হইইহই করে টাউনহলের মধ্যে উৎসব করতে পারব”। ফিরহাদ হাকিম আরও বলেন “যা লাগবে আমাকে দেখাবে আমি ইমিডিয়েট ফাইল পাশ করে দেব। কিন্তু ৩ মাসের মধ্যে টাউন হলকে চালু করে দিতে হবে”।
প্রসঙ্গত ২০১৫ সালে টাউন হল কলকাতা পুরসভার পক্ষ থেকে পিডব্লুডিকে দিয়ে দেওয়া হয়েছিল। কারন হেরিটেজের নিয়ম মেনে বিশেষজ্ঞদের পরামর্শ মত টাউন হলকে রক্ষানাবেক্ষন করার মত পরিকাঠামো কলকাতা পুরসভার ছিলোনা। এবং প্রায় ১ বছর আগে এই মেয়াদ শেষ হয়। কিন্তু করনা কারনে কলকাতা পুরসভা পিডব্লুডির কাছ থেকে টাউন হল ফিরিয়ে নিতে পারেনি।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ