নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিজেদের মানবিকতার পরিচয় দিয়ে এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন দুই স্বেচ্ছাসেবী সংস্থা। দুর্ঘটনায় নিজের কোমর ভেঙে বিছানায় শয্যাশায়ী হওয়া যুবকের জন্য হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী সহ অর্থের ব্যবস্থা করে সাহায্য করলেন নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের এই উদ্যোগে আপ্লুত এই দুঃস্থ পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ থেকে প্রায় দুই মাস আগে গাছ থেকে পরে গিয়ে কোমরভেঙে যায় ফুলিয়া পরেশনাথপুর এলাকার বাসিন্দা জয়দেব ঘোষের(২৭)। তারপর কল্যাণী এন আর এস হাসপাতালে তার অপারেশন হয়। কিন্তু অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারছে না ওই যুবকের পরিবার। বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছিল। চলাফেরা করার জন্য কিনতে পারছিল না হুইলচেয়ার। সংসারে একমাত্র রোজগার করার জন্য ছিল এই যুবক।
যুবকটি আগে কলকাতায় একটি সোনার দোকানে কাজ করতেন। ছোট্ট একটি ভাঙা টিনের ঘরই তাদের মাথা গোজার ঠাঁই। পরিবারের লোকজন বলতে মা, বাবা, দিদি, জামাইবাবু, ভাগ্নিকে নিয়ে সংসার। বয়সের ভারে কাজকর্ম করতে পারেন না বাবা। জামাইবাবু পেশায় দিনমজুরের কাজ করেন। কোন রকমের দিন গুজরান এই পরিবার। এই খবর জানাজানি হতেই স্থানীয় প্রতিবেশী অভিজিৎ বিশ্বাস যোগাযোগ করেন ফুলিয়া নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি সাহায্য চেয়ে পোস্ট করা হয়।
পোস্ট দেখে যোগাযোগ করেন রানাঘাট মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। এরপরই ফুলিয়া নবদৃষ্টি সঙ্গে রানাঘাট মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় রবিবার ওই যুবকের হাতে তুলে দেওয়া হলো একটি হুইলচেয়ার সঙ্গে নগদ অর্থ এছাড়াও বেশকিছু খাদ্য সামগ্রী। হুইলচেয়ার পেয়ে খুশি পরিবার। এছাড়াও আগামী দিনে কিভাবে জয়দেবের চিকিৎসা করা যায় এই বিষয় নিয়েও আলোচনা করেন পরিবারের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা।
এই বিষয়ে নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সুদীপ বসাক জানিয়েছেন, " আমাদের কাছে খবর আসে যে একজন যুবকের চলাফেরার ক্ষমতা একদমই নেই। তখন বেশ কিছু সুহৃদয় মানুষ সঙ্গে আমরা একত্রে অর্থের জোগাড় করে এই যুবকের জন্য একটি হুইলচেয়ার কিনি সঙ্গে কিছু খাবারের ব্যবস্থা করি। এছাড়াও আমাদের সাধ্যমত নগদ অর্থ এই পরিবারের হাতে তুলে দিই যাতে ছেলেটি পুনরায় চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারে"।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে