নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ৫৯ বিধানসভা অঞ্চলের চরবাজিতপুর, ফিরোজপুর, করণদিঘি, রিফুজিপাড়া সীমান্তবর্তী এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজারের লোক বসবাস করে। এই এলাকায় জলের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা নেই; নেই শৌচাগারও।
সীমান্তবর্তী এলাকা দিয়ে ছাত্র-ছাত্রীরা ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে পড়াশোনা করতে যায়, গ্রামের সাধারণ মানুষ অসুস্থ হলে বা গর্ভবতী মহিলাদের জন্য অ্যাম্বুলেন্স এর ব্যবস্থাও নেই। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। প্রায় ২৫ কিলোমিটার দূরে জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল। সাধারণ মানুষের অভিযোগ, ভোট আসে, ভোট যায়। কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হয় না। এই নিয়ে সেই এলাকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।