নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ তিন বছর ধরে জমি বাড়ি আত্মসাৎ হওয়ায় পথে নিঃসন্তান বিধবা বৃদ্ধা। স্থানীয় থানার ওসি সুব্রত মালাকারকে জানিও মেলেনি কোন লাভ। তাই শনিবার ১লা এপ্রিল ধানতলা থানার ওসি সুব্রত মালাকারকে শোকজ করল নদীয়া রানাঘাট আদালত। তবে একজন থানার ওসির এরকম নিষ্ক্রিয় মনোভাবে পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছে সাধারণ মানুষ। অসহায় বৃদ্ধার নাম শ্যামলী রানী বিশ্বাসের (৫৮)। বাড়ি নদীয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া পুরাতন বাজার এলাকায়।
আদালত সূত্রে খবর, গতবছরের শেষ দিকে নিঃসন্তান বিধবা বৃদ্ধা তাঁর বসতভিটে সহ সমস্ত সম্পত্তি এলাকারই এক স্থানীয় বাসিন্দা অসীম বিশ্বাসের নামে লিখে দেন। অভিযোগ, তারপর থেকেই বৃদ্ধার উপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত অভিযুক্ত অসীম বিশ্বাস এবং তার স্ত্রী। বাধ্য হয়ে বহুবার ধানতলা থানার দ্বারস্থ হলেও তার অভিযোগে কর্ণপাত করা হয়নি। বাধ্য হয়ে চলতি বছরের মার্চ মাসে রানাঘাট আদালতের দ্বারস্থ হন বৃদ্ধা। গত ১৫ই মার্চ সেই মামলার শুনানিতে রানাঘাটের জুনিয়র ডিভিশন দ্বিতীয় কোর্টের বিচারক সিদ্ধার্থশঙ্কর রায়চৌধুরী বৃদ্ধার জমির উপর একটি স্থগিতাদেশ জারি করেন।
এমনকি ধানতলা থানাকে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে অভিযোগকারী অসহায় বৃদ্ধা যাতে সেই বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। কিন্তু অভিযোগ, বৃদ্ধার জন্য থানার তরফে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিতকরণ করেনি পুলিস। পাল্টা ধানতলা থানায় অভিযুক্ত অসীম বিশ্বাস বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে। গত ২৮শে মার্চ বৃদ্ধা শ্যামলী রানী বিশ্বাসকে বাড়ি থেকে বের করে দেয় অসীম ও তার পরিবার। বাধ্য হয়ে ফের বৃদ্ধা রানাঘাট আদালতের দ্বারস্থ হলে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
অসহায় বৃদ্ধা শ্যামলী রানী বলেন, আমার কোনও সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর অসীমকেই নিজের উত্তরাধিকার মনে করে ওর নামে বাড়ি লিখে দিয়েছিলাম। শেষ পর্যন্ত ওরাই আমার বিরুদ্ধে অভিযোগ আনলো। ভিটেবাড়ি হারিয়ে এখন আদালতে এসেছি শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য। এই মুহূর্তে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে রয়েছি।
পরদিন অর্থাৎ ২৯শে মার্চ আদালতের তরফে ধানতলা থানার ওসিকে তলব করা হয়। তবে ওসি নিজে না এসে থানার এক আধিকারিককে আদালতে। ধানতলা থানার সেই আধিকারিককে বিচারক সিদ্ধার্থশঙ্কর রায়চৌধুরী তাঁর এজলাসে জিজ্ঞেস করেন গত ১৫ই মার্চ আদালতের তরফে যে স্থগিতাদেশ এবং বৃদ্ধার নিশ্চিত বসবাস সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল, সেটা কতটা মানা হয়েছে। আধিকারিক আদালতের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় ১ ঘণ্টার মধ্যে ধানতলা থানার ওসিকে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
বৃদ্ধার আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন,'প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মত হাজিরা দিতে আসেননি ধানতলা থানার ওসি সুব্রত মালাকার। আমরা পুরো সময়টা অপেক্ষা করেছিলাম। তবে পুলিসের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ভূমিকার পরেও আদালত ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে বসে থাকতে পারে না। ১লা এপ্রিল অর্থাৎ শনিবার দুপুর দুটোর মধ্যে ধানতলা থানার ওসি সশরীরে এজলাসে হাজির হয়ে লিখিত কারণ দর্শাতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে আদালত। স্বাভাবিকভাবেই আদালত ধানতলা থানার ওসিকে শোকজ করেছে'।
যদিও এই প্রসঙ্গে ধানতলা থানার ওসি বলেন, এটি এমন কোনও বড় বিষয় নয়। কোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী আমি কোর্টকে কারণ জানাবো'। রানাঘাট পুলিশ জেলার সুপার কে কন্নন বলেন, 'যেহেতু এটি বিচারাধীন বিষয়, তাই আদালতের নির্দেশেই সবটা হবে। যে আধিকারিককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁকে সেটা মানতে হবে'।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক